শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫, ০৮:১০:০৮

গুলি করে খেলোয়াড়কে হত্যা

গুলি করে খেলোয়াড়কে হত্যা

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সফরকালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর নজীরবিহীন সন্ত্রাসী হামলার কথা এখনো কেউ ভুলে যায় নি। সেই হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটই বন্ধ হয়ে গেছে। তবে এবার ক্রিকেটের কোন দলের উপর হামলা হয়নি। হামলা হয়েছে হন্ডুরাসের এক ফুটবল খেলোয়াড়ের উপর। আর্নল্ড পেরাল্টা নামের ওই ফুটবলারকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত আর্নল্ড দেশটির ক্যারিবিয়ান উপকূল লা শেবোর একটি শপিং সেন্টারের কার পার্কিংয়ে গুলিবিদ্ধ হন বলে নিশ্চিত করেছে বিবিসি। ঠিক কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে সম্পর্কে পুলিশ এখনও নিশ্চিত কিছু জানাতে পারেনি। তার মৃত্যুর পর হন্ডুরাস ফুটবলের পরিচালক ওসমান মাদ্রিদ এক শোক বার্তায় জানিয়েছেন, ‘আর্নল্ডের অনাকাঙ্খিত মৃত্যুতে আমরা শোকাহত।’ তবে এ হত্যাকাণ্ডে হন্ডুরাস পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। ধারণা করছে ডাকতির উদ্দ্যেশে তাকে হত্যা করা হয়েছে। আর্নাল্ড হন্ডুরাসের হয়ে ২০১২ সালে অনুষ্ঠিত লন্ডন অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। কিন্তু ইনজুরিতে পড়ে ২০১৪’র ব্রাজিল বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে পড়েন। হন্ডুরাস বিশ্বের অন্যতম দেশ যেখানে প্রতিবছর অসংখ্য মানুষ হত্যার শিকার হচ্ছে। ১১ই ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে