সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯, ০৪:০২:৩৮

এবারের বিশ্বকাপে যে দুটি দলকে টপ ফেবারিট বললেন শেন ওয়ার্ন

এবারের বিশ্বকাপে যে দুটি দলকে টপ ফেবারিট বললেন শেন ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলিকে খুব ভালো নেতা তবে কৌশলগত দিকে দিয়ে তিনি একটু পিছিয়ে থাকবেন। এক্ষেত্রে টিম পেইন কিংবা কেন উইলিয়ামসন কৌশলগত দিক দিয়ে ভালো অধিনায়ক বলে জানিয়েছেন অস্ট্রেলীয় কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন।

বিরাট কোহলি এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান। কিন্তু তিনি কি সেরা অধিনায়ক? এ নিয়ে বিতর্ক থাকতেই পারে। শেন ওয়ার্ন যেমন মনে করেন কোহলি কৌশলগত দিক দিয়ে একটু পিছিয়ে আছেন। 

তবে ওয়ার্ন মনে করেন, নেতা হিসেবে কোহলির ধারে কাছে কেউ নেই। সে এমনই এক নেতা, যে কথা দিয়েই উদ্দীপ্ত, উজ্জীবিত করে তুলতে পারে তার দলের খেলোয়াড়দের। 

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক অসি স্পিনার শেন ওয়ার্ন অধিনায়কত্ব নিয়ে নিজের ভাবনাটা জানিয়েছেন। জানিয়েছে এবার বিশ্বকাপের ফেবারিট দল নিয়ে। বিশ্বকাপ সামনেই। কিন্তু এবারের বিশ্বকাপের ফেবারিট কে! 

ওয়ার্নের মতে ভারত অবশ্যই। তবে সঙ্গে থাকছে ইংল্যান্ডও। নিজেদের মাটিতে খেলা বলেই। তিনি বলেন, ‘আমি মনে করি বিশ্বকাপে ভারত আর ইংল্যান্ড ফেবারিট। এই দুটি দল অনেক দূর যাবে।’ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে