শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫, ০৮:৩২:৩৩

রোনালদো সত্যিই কি বার্সাতে যোগ দিচ্ছেন?

রোনালদো সত্যিই কি বার্সাতে যোগ দিচ্ছেন?

স্পোর্টস ডেস্ক: বর্তমান ফুটবল বিশ্বে গতিমানব হিসেবে পরিচিত পর্তুগালের তরকা ফুটবলার রোনালদো। যিনি বরাবরই রিয়াল মাদ্রিদের হয়ে খেলে থাকেন। কিন্তু সম্প্রতি রোনালদোর দল বদলের কথা শোনা যাচ্ছে। কখনো ম্যানচেস্টার সিটি, কখনো বা ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়ার কথা শোনা যাচ্ছে তাকে। তবে এখন পর্যন্ত তিনি রিয়ালে থাকলেও আরও একটি রব উঠেছে, রোনালদো নাকি মেসির বার্সেলোনাতে যোগ দিচ্ছেন। কিন্তু রোনালদো বার্সায়, এটা কি সম্ভব? আপনার কাছে ‘সূর্য পশ্চিমে ওঠার মতো’ অসম্ভব মনে হতে পারে, তবে রোনালদো নিজে আপনার মতো অতটা নিশ্চিত নন। ভবিষ্যতে কী হবে না হবে সেটি পরের ব্যাপার, তবে পর্তুগিজ ফরোয়ার্ড তাঁর বার্সায় যোগ দেওয়ার সম্ভাবনাও পুরোপুরি নাকচ করে দিচ্ছেন না! চ্যাম্পিয়নস লিগের ম্যাচ শেষে বেরিয়ে যাওয়ার সময় পিএসজির ডাগআউটে দাঁড়ানো কোচ লরা ব্লাঁর সঙ্গে কানে কানে কথা বলছেন—এমন ছবিও ভাইরাল হয়েছে। নিজেই আবার কদিন আগে বলেছেন, ক্যারিয়ার শেষ করার আগে অন্তত একবার এমএলএসে খেলতে চান। এদিকে তাঁর মা আবার বলছেন, রোনালদোর ইউনাইটেডেই ফিরে যাওয়া উচিত। আর এটা তো সবারই জানা, রোনালদো তাঁর মায়ের আদেশ বেশ মেনে চলেন। সব মিলিয়ে বেশ একটা কৌতূহল জাগাচ্ছে রোনালদোর পরবর্তী ক্লাব নিয়ে আলোচনা। তাতে এবার বেশ বড় একটা চমকই দিলেন পর্তুগিজ অধিনায়ক, যেটি শুনে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের রক্তচাপ বেড়ে যাওয়ার কথা। রোনালদো বলছেন, ভবিষ্যৎ​ বিষয়ে যখন ভাববেন, সবগুলো বিকল্পই ভেবে দেখবেন। ইউনাইটেডে তো ফিরতেই পারেন, ইংল্যান্ডের অন্য কোনো ক্লাবেও। এমনকি বার্সেলোনায় যাওয়ার সম্ভাবনাও নাকচ করলেন না। গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবনাটা বেশ খোলাখুলিই জানিয়েছেন রোনালদো। তাতে বার্সা কিংবা ইউনাইটেডের প্রতিদ্বন্দ্বী কোনো ইংলিশ ক্লাবে খেলাটাকে ‘খুব জটিল’ জানিয়ে রোনালদো বললেন, ‘একটু বেশি কঠিন, তবে...’ কিছুক্ষণ বিরতি দিয়ে আবার বললেন, ‘এটা সবাইই বোঝে, কোনো একদিন বার্সেলোনায় আমার খেলার ব্যাপারটা অসম্ভবের কাছাকাছি। একই ব্যাপার ম্যানচেস্টার বাদে অন্য কোনো ইংলিশ ক্লাবে নাম লেখানোও। তবে কোনো কিছুই শতভাগ নিশ্চিত নয়। আগে বলেছি, ফুটবলে কোনো কিছুরই নিশ্চয়তা নেই।’ তবে শুধু বার্সেলোনা বা ইউনাইটেড নয়, যেকোনো ক্লাবের জন্যই দরজা খোলা রাখছেন তিনবারের বর্ষসেরা খেলোয়াড়। এই মুহূর্তে ‘রিয়ালে খুশি’ জানিয়ে রোনালদো যেন কিছুটা দার্শনিক হয়ে গেলেন, ‘সবকিছুর জন্যই দরজা খোলা, সব লিগের জন্য। হয়তো রিয়াল মাদ্রিদেই অবসর নিতে পারি। তবে সত্যি বলতে কি, ভবিষ্যতে কী হবে আমি জানি না। এই প্রশ্নগুলোর জবাব দেওয়া কঠিন, কেননা আগামীকাল কী হবে আমরা কেউই জানি না। একজন ফুটবল পেশাদার হিসেবে বলতে পারি, ভবিষ্যৎ​ সব সময়ই অজানা। তাই আমি বর্তমান নিয়েই ভাবার চেষ্টা করি। এই মুহূর্তে আমি রিয়ালে আছি, খুশি আছি। তবে বার্সাতে যোগ দেয়া বিষয়ে এখনই কোন মন্তব্য করব না।’ তথ্যসূত্র: গার্ডিয়ান। ১১ই ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে