শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫, ০৮:৪৬:১৫

টি-২০ বিশ্বকাপে কঠিন পরীক্ষার সামনে মাশরাফি বাহিনী

টি-২০ বিশ্বকাপে কঠিন পরীক্ষার সামনে মাশরাফি বাহিনী

স্পোর্টস ডেস্ক: আগামী বছর মার্চ মাসে ভারতে শুরু হতে যাচ্ছে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ষষ্ঠ আসর। ভারত-অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড দলকে কোন পরীক্ষার সম্মুখীন হতে না হলেও আসরে বাংলাদেশ ক্রিকেট দলকে কঠিন পরীক্ষার সামনে পড়তে হবে। কারণ আসন্ন ওই বিশ্বকাপে মাশরাফি বাহিনীকে সরাসরি মূল পর্বে নয়, আগে বাছাইপর্বে খেলতে হবে। বাছাই পর্বের পরীক্ষায় পাশ করে তবেই মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে হবে টাইগারদের। বাছাইপর্বের ‘এ’ গ্রুপে বাংলাদেশের তিন সঙ্গী নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও ওমান। অন্যদিকে ‘বি’ গ্রুপের চারটি দল জিম্বাবুয়ে, আফগানিস্তান, হংকং ও স্কটল্যান্ড। দুই গ্রুপ চ্যাম্পিয়ন মূল পর্বে খেলার সুযোগ পাবে। বাছাইপর্বের ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন দল খেলবে মূল পর্বের ‘বি’ গ্রুপে। আর ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মূল পর্বের ‘এ’ গ্রুপে অংশ নেওয়ার সুযোগ পাবে। বাছাইপর্ব পার হতে পারলে বাংলাদেশকে খেলতে হবে স্বাগতিক ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে। মূল পর্বের অন্য গ্রুপে আছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ৯ মার্চ বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ১১ মার্চ দ্বিতীয় প্রতিপক্ষ আয়ারল্যান্ড এবং ১৩ মার্চ তৃতীয় প্রতিপক্ষ ওমান। বাংলাদেশের সব ম্যাচই হবে ধর্মশালায়। হিমাচল প্রদেশের এই শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দেড় হাজার মিটার উঁচুতে। ১১ই ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে