শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫, ০৯:০৭:৫১

কোহলি মেনে নিলেন, কিন্তু কষ্ট পেয়েছেন কি না বললেন না

কোহলি মেনে নিলেন, কিন্তু কষ্ট পেয়েছেন কি না বললেন না

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের শর্ট ভার্সন টি-২০। আর টি-২০ এর সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। যা কিনা ভারতের দরজায় কড়া নাড়ছে। কিন্তু ভারত কি এই আয়োজন নিয়ে চিন্তিত? না বিরাট কোহলির কথা শুনে তেমনটা মনে হয়নি। কারণ ভারত সম্প্রতি দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে ভাবে একের পর এক টেস্ট ম্যাচ জিতেছে, তাতে আগামী বিশ্বকাপে ভারত যে ফেবারিট তা বলাই যায়। কিন্তু আগামী বিশ্বকাপে ভারত হোম অ্যাডভান্টেজ পাবে কি না এমন প্রশ্নের জবাবে কোহলি বলেন, ‘ভারতের মাটিতে খেলা হবে, তাই ভারত অবশ্যই একটু সুবিধা পাবে। কিন্তু তার মানে এই নয় যে অন্যদলগুলো সুবিধা পাবে না। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ভারত এখন আর নিজেদের ‘হোম অ্যাডভান্টেজ’ চাইলেই নিতে পারে না। কারণ বিশ্বের নানা প্রান্ত থেকে ভারতে প্রতি বছর এত এত খেলোয়াড় আইপিএল খেলেছে যে, ভারতীয় কন্ডিশনের সঙ্গে এখন ওরা বেশ পরিচিত। সংক্ষিপ্ত সংস্করণে আমরা খেলোয়াড়দের কন্ডিশন অনুযায়ী অনায়াসে খেলতেও দেখেছি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত সিরিজেও। ওরা এখন জানে ভারতীয় কন্ডিশনে কোথায় বল করতে হয়, খেলতে হয় কোন শটটা।’ ভারতের টেস্ট অধিনায়ক বলেন, অন্যদের মতকে আমিও মেনে নিচ্ছি যে, এক দিক দিয়ে আইপিএল ভারতের ‘ক্ষতি’ই করে দিয়েছে। কারণ এই টুর্নামেন্টে বাইরের দেশের তারকা ক্রিকেটাররা খেলে খেলে ভারতীয় কন্ডিশনে হাত পাকাচ্ছে। অন্যদিকে, গত টি-২০ বিশ্বকাপে ফাইনালে উঠেও বিশ্বকাপ বঞ্চিত ছিল ভারত। ফাইনালে তারা শ্রীলঙ্কার কাছে হেরে যায়। গত বিশ্বকাপের সেই স্মৃতি কোহলিকে এখনও কাঁদায় কি না জানতে চাইলে কোহলি বলেন, ‘খেলাটা টি-টোয়েন্টি। এখানে প্রতি মুহূর্তে পরিস্থিতি বদলায়। গত বিশ্বকাপেও তেমনই হয়েছিল। সূত্র: পিটিআই। ১১ই ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে