শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫, ০৯:৪৫:৩৮

‘যে দলে আফ্রিদীর মতো খেলোয়াড় থাকে সে দলকে হারানো কঠিন’

‘যে দলে আফ্রিদীর মতো খেলোয়াড় থাকে সে দলকে হারানো কঠিন’

স্পোর্টস ডেস্ক: সামনেই পাকিস্তান ক্রিকেট বোর্ড আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ বা পিএসএল। সেখানে ভারতীয়দের খেলা হবে না। কিন্তু এই পিএসএলকে সামনে রেখে পাকিস্তানি অলরাউন্ডার আফ্রিদির জন্য একটি ভিডিও বার্তা করেছেন ভারতের অলরাউন্ডার যুবরাজ। ভিডিওতে আফ্রিদির জন্য শুভ কামনা জানিয়েছেন যুবরাজ, "পেশাওয়ার দলের জন্য বার্তা দিচ্ছি। পিএসএলে ভালো করুক দলটা। তোমাদের দলে শহীদ আফ্রিদি আছে। যে দলে আফ্রিদী মতো খেলোয়াড় থাকে সে দলকে হারানো কঠিন, সে দল ভালো করবেই।" যুবরাজ আরো জানিয়েছেন, "নিজের ইচ্ছেমতো ছক্কা মারে আফ্রিদি। আফ্রিদি যা বলে তা শুনে রেগে যেও না। বাইরে থেকে তাকে শক্ত দেখায়। মনের দিক দিয়ে সে ভালো।" পিএসএলের খেলোয়াড় ড্রাফট হবে এই মাসেই। যুবরাজের বার্তাটি টুইটারে পোস্ট করেছেন জাভেদ আফ্রিদি। জাভেদ শহীদ আফ্রিদির ভাই ও হায়ার পাকিস্তানের প্রধান নির্বাহী কর্মকর্তা। নিলামে ১.৬ মিলিয়ন ডলারে পিএসএলের পেশাওয়ার দল কিনেছে হায়ার। পিএসএলের অন্য দলগুলো হলো করাচি, লাহোর, ইসলামাবাদ ও কুয়েটা। প্রথম পিএসএল ২০১৬ এর ৪ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৩ ফেব্রুয়ারি শেষ হবে। টুর্নামেন্ট হবে দুবাই ও শারজায়। ১১ই ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে