শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫, ১১:২০:৩২

ফুটবলে ব্রাজিলকে হারিয়ে চমকে দিল বাংলাদেশ

 ফুটবলে ব্রাজিলকে হারিয়ে চমকে দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ফুটবলের পরাশক্তি ব্রাজিলকে হারিয়ে আবারো বিস্ময় সৃষ্টি করলো বাংলাদেশ। মালয়েশিয়ায় অনুষ্ঠিত সুপার মক কাপে ব্রাজিলের ক্লাব করিন্থিয়ান্সের অনূর্ধ্ব-১৩ দলকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের প্লেট সেমিফাইনালে উঠে ক্ষুদে ফুটবলাররা। শনিবার ক্রোয়েশিয়ার ডায়নামো জাগরেভের বিপক্ষে সেমিফাইনালে লড়বে বাংলাদেশ। ১৯৯০ সালে ডানা কাপ ও গোথিয়া কাপে ব্রাজিল-আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব ফুটবলে হৈচৈ ফেলে দিয়েছিল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) অনূর্ধ্ব-১২ দল। দীর্ঘ ২৫ বছর পর আবারো হৈচৈ ফেলে দিল বাংলাদেশের ক্ষুদে ফুটবলাররা। ব্রাজিলকে হারিয়ে চমকে দিল বাংলাদেশ। তবে ম্যাচে গোলের সূচনা করেছিল ব্রাজিলই। ম্যাচের ১৩ মিনিটে ফ্রি-কিক থেকে গোল আদায় করেছিল তারা। শুরুতে বাংলাদেশের রক্ষণভাগের খেলোয়াড়রা আশানুরূপ খেলতে পারেনি। তবে প্রথমার্ধ্ব শেষ হওয়ার ঠিক ৫ মিনিট আগে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৩০ মিনিটের মাথায় জিহান গোল করে সমতা ফেরায় (১-১)। এ স্কোরেই প্রথমার্ধের খেলা শেষ হয়েছিল। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আক্রমণাত্মক হয়ে ওঠে। তাতে ব্রাজিলিয়ান রক্ষণভাগের শক্ত দুর্গ কেঁপে উঠেছিল। খেলার ৪৩ মিনিটে জিহান সেই প্রতিরোধ চূড়মার করে আবারো গোল করে দেন বাংলাদেশকে (২-১)। এ গোলের পর নানাভাবে চেষ্টা করেও টলাতে পারেনি বাংলাদেশকে। সুপার মক কাপে সূচনা ভালো করতে না পারলেও ক্রমেই জ্বলে উঠে বাংলাদেশের ফুটবলাররা। উল্লেখ্য, মালয়েশিয়ার কুয়ালালামপুরে আমন্ত্রিত টুর্নামেন্ট সুপার মক কাপ ২০১৫-এ বাংলাদেশ অনূর্ধ্ব-১২ ও অনূর্ধ্ব-১৩ ফুটবল দল অংশ নিচ্ছে। বৃহস্পতিবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৩ দল প্লেট রাউন্ডের ম্যাচে ৫-০ গোলে হারায় দক্ষিণ কোরিয়ার সুওন এস বি উইংগসকে। অন্যদিকে অনূর্ধ্ব-১২ দল কোরিয়ার গিওজে কিম জিঙ উ দলকে হারিয়েছে ৬-১ গোলের ব্যবধানে। অনূর্ধ্ব-১৩ দলের পক্ষে ওই ম্যাচেও জোড়া গোল করেছিলেন জিহান। এর আগে বুধবার জাপানের ক্লাব গাম্বা ওসাকার জুনিয়রদের কাছে ২-০ গোলে হারে অনূর্ধ্ব-১৩ দল। একই দিনে মালয়েশিয়ার জিওনসার সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশের অনূর্ধ্ব-১২ দল। প্রথম ম্যাচে অনূর্ধ্ব-১৩ দল ড্র করলেও হেরেছিল অনূর্ধ্ব-১২ দল। অনূর্ধ্ব-১৩ দল ২-২ গোলে ড্র করেছে থাইল্যান্ডের বুরিরাম ইউনাইটেডের বিপক্ষে। ছোটরা দক্ষিণ কোরিয়ার সিউল শিনডাপের কাছে ২-১ গোলে হেরেছিল। অনূর্ধ্ব-১২, ১৪ ও ১৬ বয়সভিত্তিক খেলোয়াড় দেশব্যাপী বাছাই করা এবং পরবর্তীতে তাদের নিয়ে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন ফুটবল প্রশিক্ষণ কার্যক্রমে বাফুফে থেকে অনূর্ধ্ব-১৪ ও ১৬ দুটি বাছাইকৃত দল অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয়া হয়েছে। মক কাপে বাংলাদেশের ক্ষুদে ফুটবলারদের গৌরবময় নৈপুণ্য সেই কার্যক্রমকে আরো বেগবান করবে। ১৯৯০ সালে ডানা কাপ এবং গোথিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে বিস্ময় সৃষ্টি করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দল। দুই আসরে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স এবং স্পেনের বয়সভিত্তিক দলকে হারিয়েছিল বাংলাদেশের ক্ষুদে ফুটবলাররা। আবার সেই আবহ সৃষ্টি করেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৩ দল। আর মাত্র ২টি ম্যাচে জয়ী হতে পারলেই মালয়েশিয়ায় ক্রিকেটের পর আবারো উড়বে স্বাধীন বাংলার লাল-সবুজের পতাকা। ১১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে