শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫, ০১:৩৭:১২

পাকিস্তান সুপার লিগে ১০ বাংলাদেশি ক্রিকেটার!

পাকিস্তান সুপার লিগে ১০ বাংলাদেশি ক্রিকেটার!

স্পোর্টস ডেস্ক : বিপিএল এবং আইপিএলের দেখাদেখি প্রথমবারের মতো পাকিস্তানের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাঁচটি দল নিয়ে এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে ১৩৭ পাকিস্তানি ক্রিকেটারসহ ৩০৮ ক্রিকেটারকে বাছাই করা হয়েছে। যেখানে ১৭১ বিদেশি ক্রিকেটারের তালিকার মধ্য ১০ বাংলাদেশি ক্রিকেটার স্থান পেয়েছে। পিএসএলে সর্বোচ্চ ক্যাটাগরি ‘প্লাটিনাম’ তালিকায় ক্রিস গেইলদের সাথে একমাত্র বাংলাদেশি হিসেবে স্থান পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্বিতীয় ক্যাটাগরি ‘ডায়মন্ড’-এ স্থান করে নিতে পারিনী কোন বাংলাদেশি ক্রিকেটার। তবে পরের ক্যাটাগরি ‘গোল্ড’-এ স্থান পেয়েছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান ও এক সময়কার বাংলাদেশ জাতীয় দলের ওপেনার শাহরিয়ার নাফিস। এছাড়া ‘সিলভার’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুমিনুল হক। পিএসএলে বাংলাদেশ ছাড়াও ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, আফগানিস্তান, কানাডা, স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটারদের দেখা গেলেও ভারতের কোন ক্রিকেটার এই টুনামেন্টে অংশ নিবে না। ‘নিরাপত্তা’ সংক্রান্ত ঝামেলার কারণে এ টুর্নামেন্টও পাকিস্তানের বদলে আয়োজনের জন্য পিসিবি বেছে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ ফেব্রুয়ারি পিএসএলের পর্দা নামবে এবং আগামী ২১ ও ২২ ডিসেম্বর ক্রিকেটারদের দলে টানবে ফ্রাঞ্চাইজিগুলো। ১১ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে