শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫, ০২:২৪:৪১

‘বাংলাদেশ ও পাকিস্তানে মধ্যে পার্থক্য দেখি না’

‘বাংলাদেশ ও পাকিস্তানে মধ্যে পার্থক্য দেখি না’

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের অভিজাত ফরমেট টেস্টে পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হক নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ৬১ টেস্টে ৯ সেঞ্চুরি ৩২ ফিফটি হাঁকালেও ওয়ানডেতে আছে বড় আক্ষেপ। ১৬২ ওয়ানডে ম্যাচে তার ব্যাটে ৪২ ফিফটি এলেও এ পর্যন্ত মিলেনি সেঞ্চুরির দেখা। টেস্ট ক্রিকেটে প্রতিষ্ঠিত এ ক্রিকেটার টি-টোয়েন্টিতেও বেশ মনোযোগী। চেষ্টায় থাকেন নিজের সেরাটা দেয়ার জন্য। বাংলাদেশের আসর বিপিএল-এ প্রথম খেলতে এসেই অসাধারণ এক ফিফটি হাঁকিয়ে রংপুর রাইডার্সের জন্য জয় এনে দিয়েছেন। এরপর চারটি ম্যাচে খুব একটা রান না পেলেও দলের ভরসা হিসেবে মাঠে নামবেন তা বলার অপেক্ষা রাখে না। প্রথম সেমিফাইনালে প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাই নিজের প্রস্তুতি নিতে মাঠে গতকাল অনেকটা সময় কাটিয়েছেন। গতকাল অনুশীলনের মাঝে মিসবাহ উল হক বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আমি খুব একটা পার্থক্য দেখি না। খাবার থেকে শুরু করে পরিবেশ সব কিছুই আমাদের পাকিস্তানের মতোই। এছাড়া পাকিস্তানের জন্য সবচেয়ে বড় বিষয় আপনি অন্য কোনো দেশে এত সমর্থন পাবেন না যতটা বাংলাদেশের মানুষ করে। এটি আমাদের প্রত্যেক পাকিস্তানি ক্রিকেটারকে অনুপ্রাণিত করে। ১১ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে