শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫, ০২:৩৫:৫৭

দুই দেশের খেলা উচিত, মোদিকে ইমরান খান

দুই দেশের খেলা উচিত, মোদিকে ইমরান খান

স্পোর্টস ডেস্ক : ভারত–পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ শুরু করতে সহযোগিতা করুন। ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে তাকেই এই অনুরোধ করলেন পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার ইমরান খান। শুক্রবারই এদেশে এসেছেন তিনি। পরে ‘অ‍্যাজেন্ডা আজ তক ২০১৫’ অনুষ্ঠানে সঞ্চালক রাজদীপ সারদেশাইয়ের এক প্রশ্নের উত্তরে ইমরান বলেছেন‍, ‘আমি প্রধানমন্ত্রী মোদিকে বলেছি, পরস্পরের বিরুদ্ধে দুই দেশের অবশ‍্যই খেলা উচিত। বর্ণবৈষম্যের কারণে আমি দক্ষিণ আফ্রিকার নির্বাসনকে সমর্থ‍ন জানিয়েছিলাম। সেটা ছিল মানবাধিকার লঙ্ঘন, যা মেনে নেওয়া যায় না।’ সঙ্গে জুড়ে দেন, ‘চিরকালের জন‍্য শত্রু হয়ে আমরা থাকতে চাই না। ভবিষ‍্যতের কথা ভাবতেই হবে। আমাদের এমন কয়েকজন ক্রিকেট হিরো আছে, যাদের দুই দেশের লোকই ভালবাসে। ওয়াসিম আকরামকে ভারতে সবাই পছন্দ করে। আবার শচিনও পাকিস্তানের হিরো।’ একই অনুষ্ঠানে ছিলেন কপিলদেবও। তিনি অবশ্য জানান, ‘দুই বোর্ডই খেলতে রাজি। কিন্তু সরকারের বিরুদ্ধে তো আর যাওয়া যাবে না।’ একই মঞ্চে দুই বিশ্বকাপ জয়ী অধিনায়ক। দুই বিখ্যাত অলরাউন্ডার। দু’জনেই মেতে উঠলেন পরস্পরের প্রশংসায়। মাঠে দু’জনের প্রতিদ্বন্দ্বিতার কথা উল্লেখ করলেন কপিল। সেই প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে সংবাদমাধ‍্যমের যে একটা ভূমিকা ছিল, তা–ও জানান তিনি। ইমরান বলেছেন, ‘আমাদের প্রতিদ্বন্দ্বিতা ছিল স্বাভাবিক। কপিল ছিল ভারতের ম্যাচ উইনার, আমি পাকিস্তানের।’ অন‍্য একটি প্রশ্নের উত্তরে ইমরান জানান, দুনিয়ার যে কোনও ব্যাটসম্যানের থেকে তিনি সুনীল গাভাস্কারকে ওপরে রাখেন। বলেন, ‘গাভাস্কারের মতো কোনও ইনিংস খেলতে পারেনি শচিনও।’ ১১ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে