শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫, ০২:৩৯:৩৪

আইসিসিকে কড়া জবাব ভারতের

আইসিসিকে কড়া জবাব ভারতের

স্পোর্টস ডেস্ক : আইসিসি জানিয়েছে, নাগপুরের পিচ অতি জঘন্য৷ কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সে কথা মানতে নারাজ৷ উল্টে বিসিসিআই বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নাগপুরের ‘জামঠা স্টেডিয়াম’-এর পিচ নিয়ে জোর সওয়াল করেছে৷ আইসিসি -কে সেই মর্মে ভারতীয় বোর্ড চিঠিও পাঠালো৷ চিঠিতে বোর্ডের তরফে লেখা হয়েছে, ‘নাগপুরের পিচকে অতি জঘন্য আখ্যা দেওয়া, মোটেই ঠিক হয়নি৷ আমরা ম্যাচ রেফারি জেফ ক্রো-র রিপোর্টের বিরোধিতা করছি৷ ক্রিকেটে বিভিন্ন ধরনের পিচ আমরা দেখে থাকি৷ যেমন, ব্যাটিং উইকেট, সিমিং উইকেট, স্পিনিং উইকেট৷ স্পিনাররা প্রথমদিন থেকে বল ঘুরিয়েছে বলেই, জঘন্য পিচের তকমা দিতে হবে? এডিলেডে দিন-রাতের টেস্টও তিনদিনে শেষ হয়েছে৷ বেশিরভাগ উইকেটই সেখানে নিয়েছে সিম বোলাররা৷ তা হলে ওই পিচে বল বাড়তি সিম করায়, কেন তাকে জঘন্য বলে কটাক্ষ করা হবে না?’ ১১ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে