শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৯, ০৬:৫৯:৩৮

গতি আর সুইংয়ের কাছেই বাংলাদেশ কাবু হয়ে যাচ্ছে: মোহাম্মদ মিঠুন

গতি আর সুইংয়ের কাছেই বাংলাদেশ কাবু হয়ে যাচ্ছে: মোহাম্মদ মিঠুন

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে বাংলাদেশি ক্রিকেটাররা ব্যস্ত ছিলেন বিপিএলে। বিপিএলের ষষ্ঠ আসরে পেসাররা ছড়ি ঘোরালেও তাদের মোকাবেলা করে নিউজিল্যান্ড যাওয়া ব্যাটসম্যানরা কিউই পেসারদের সামলাতে হিমশিম খাচ্ছেন।

নিউজিল্যান্ডের পরিবেশ এমনিতেই পেসারদের জন্য স্বর্গতুল্য। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ আবার স্বাগতিকরাই। টাইগারদের ব্যাট হাতে ভালো করা তো কঠিন হবেই!

নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ওয়ানডে স্কোয়াডের অন্যতম সদস্য মোহাম্মদ মিঠুনও মনে করেন, এই গতি আর সুইংয়ের কাছেই বাংলাদেশ কাবু হয়ে যাচ্ছে।

সিরিজের প্রথম ওয়ানডেতে দল ৮ উইকেটে হারলেও ব্যাট হাতে মিঠুন ছিলেন উজ্জ্বল। কিউইদের ৯০ বল মোকাবেলা করে অনেকখানিই বুঝতে পেরেছেন উইকেট, মাঠ ও কন্ডিশন সম্পর্কে; বুঝতে পেরেছেন কিউই পেসারদের সম্পর্কেও। দলের ব্যাটসম্যানদের ব্যর্থতার পেছনে তিনি খুঁজে পাচ্ছেন এমন দ্রুতগতির বোলিংয়ে ক্রিকেটারদের অনভ্যস্ততাকে।

মিঠুন বলেন, ‘আমরা তো এমন গতিতে খেলে অভ্যস্ত না। ওদের প্রায় সব বোলার ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে ধারাবাহিক বোলিং করে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে