রবিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৯, ০২:০৯:২৫

নিউজিল্যান্ডে অবস্থান করছেন সাব্বির, আর সেখানে থেকেই খবরটি পেলেন তিনি

নিউজিল্যান্ডে অবস্থান করছেন সাব্বির, আর সেখানে থেকেই খবরটি পেলেন তিনি

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের সাথে এখন নিউজিল্যান্ডে অবস্থান করছেন সাব্বির রহমান। আর সেখানে থেকেই খবরটি পেলেন তিনি।ডিপিএলের মিনি ড্রাফট থেকে সাব্বির রহমানকে কিনে নিয়েছে উত্তরা স্পোর্টিং ক্লাব।

এবারের আসরে প্রথম বিভাগ থেকে উঠে আসা দলের জার্সিতে দেখা যাবে সাব্বিরকে। ২০ লক্ষ্য টাকায় এ ক্যাটাগরিতে থাকা সাব্বিরকে দলে নিয়েছে দলটি।

গত আসরে ঘরোয়া ক্রিকেট থেকে ছয় মাস নিষিদ্ধ থাকায় ঢাকা প্রিমিয়ার লীগে খেলতে পারেননি সাব্বির। এবারের মৌসুমে সাব্বিরের খেলতে কোনো বাঁধা নেই। নিউজিল্যান্ড সিরিজের টেস্ট স্কোয়াডে না থাকায় পুরো আসরেই সাব্বিরকে পেতে যাচ্ছে উত্তরা।

সাব্বির ছাড়াও এ ক্যাটাগরি থেকে ২০ লক্ষ টাকা মূল্যে সানজামুল ইসলাম ও নাজমুল ইসলাম অপুকে দলে ভিড়িয়েছে উত্তরা।

একই দিন প্রথম বিভাগ থেকে প্রিমিয়ার লীগে উন্নত হওয়া আরেক দল বিকেএসপি ড্রাফট থেকে তিন ক্রিকেটারকে বেঁছে নিয়েছে।

ডি ক্যাটাগরির তিন ক্রিকেটার শামিম হোসেন, আকবর আলি ও মহাম্মর পারভেজ হোসেনকে ড্রাফট থেকে দলে ভিড়িয়েছে বিকেএসপি। সাড়ে ৩ লক্ষ্য টাকা পারিশ্রমিকে ডিপিএল খেলবেন এই তিন ক্রিকেটার।

প্রথম বিভাগ ক্রিকেট থেকে উঠে আসা দুই দলের জন্য আলাদা ড্রাফটের আয়োজন করা হলেও মূল ড্রাফট অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারি। রাজধানীর সোনারগাঁও হোটেল ডিপিএলের আসন্ন আসরের ড্রাফট অনুষ্ঠিত হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে