শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫, ০৯:২৯:৫৩

মিরপুরে গেইল-কাটারের দেখার মত লড়াই, তাকিয়ে সবাই

মিরপুরে গেইল-কাটারের দেখার মত লড়াই, তাকিয়ে সবাই

স্পোর্টস ডেস্ক : সব চেয়ে গুরুত্বপূর্ণ দিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। বাংলাদেশের সেরা বোলিং প্রতিভা মুস্তাফিজুর রহমানের বোলিং ভেলকিতে নাজেহাল হয়ে মাথানত করে প্যাবিলিয়ানে ফিরেছেন বিশ্বের নাম্বার ওয়ানে থাকা অনেক ব্যাটসম্যান। কোহলি, ধোনি, আফ্রিদি, এবি ডি ভিলিয়ার্স ও আমলাসহ অনেককেই শিকারে পরিণত করেছেন তিনি। কিন্তু গেইলকে দেখা হয়নি তার। মুস্তাফিজ কেমন কাটার জানেন সেটা দেখার অপেক্ষায় টি-টোয়েন্টির সেরা ব্যাটসম্যান ক্রিস গেইল। মুস্তাফিজের কাটারে গেইল পরাস্ত হন কিনা এটি দেখার জন্য এই ম্যাচের দিকে তাকিয়ে আছে সবাই। অন্যদিকে একটি কথা বলা হয় আর সেটি হলো গেইল কোনো বোলারকে ভয় পান না। যে কোনো বোলারকে শাসন করে নাস্তানাবুদ করেন তিনি। এবার বরিশাল বুলসের হয়ে ঢাকার ডায়নামাইটসের বোলার মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে গেইল সেটা করতে পারেন কিনা সেটা দেখার জন্য কোটি কোটি নয়নের অপেক্ষা! মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এর আগে বরিশাল বুলস গেইলকে ছাড়াই ঢাকার বিপরীতে দুটি ম্যাচে জয় পায়। আজকের ম্যাচ দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। অন্যদিকে গেইল ভাগ্যও পরখ করে দেখার বিষয়। মুস্তাফিজুর রহমান এই দানবের বিপরীতে সফলও হতে পারেন বলে ধারনা। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শুরু হতে যাওয়া এই লড়াইয়ে যে দল জিতবে সে দলটি ফাইনালের টিকিট কাটবে। দর্শকদের জন্যও অপেক্ষা করছে কাঙ্ক্ষিত এক লড়াই। ১২ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে