শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫, ১০:২৩:০৩

বিপিএলের ফাইনালে এগিয়ে আছে যে দু’দল

বিপিএলের ফাইনালে এগিয়ে আছে যে দু’দল

স্পোর্টস ডেস্ক : মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। চারটি দলের ধুন্ধুমার লড়াই শেষ হলেই আনন্দে উড়তে থাকবে দুই দল। অন্যদিকে আক্ষেপ নিয়ে ২০১৫ বিপিএল আসরকে বিদায় জানাবে দুটি দল। বিভিণ্ন বিশ্লেষণে দেখা যায় অনেক কিছু্ই। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে সবগুলো ম্যাচে। রংপুর রাইডার্স বেশ উজ্বীবিত। সেমিফাইনালে বিশেষ প্রস্তুতি নিয়ে কুমিল্লার বিপক্ষে মাঠে নামবে তারা। সাকিব ও ড্যারেন সামি জয় ভিন্ন কিছু ভাবছেন না। অন্যদিকে কুমিল্লার বেশিরভাগ ক্রিকেটার অসুস্থ। মাঠে নামলেও বল করতে পারবেন না মাশরাফি। পাকিস্তানের দুই ধুন্ধুমার ব্যাটসম্যান মালিক ও শেহজাদ সমৃদ্ধ কুমিল্লা দলের ক্রিকেটাররা নিজেদের চোট নিয়েই উদ্বিগ্ন। ভাগ্যবান মাশরাফির বিপক্ষে শক্তির বিচারে মোটেই কম নয় সাকিবের রংপুর রাইডার্স। অন্যদিকে অসুস্থতার দিক থেকে বাড়তি ফায়দা যাবে রংপুর শিবিরে। আরাফাত সানি ও তিসারা পেরেরা ভালো বল করছেন। সাকিব আসরে সর্বোচ্চ উইকেট শিকারি (১৭)। তিনি রান দেয়ার দিক থেকেও বেশ কৃপণ। নবী, সামি, মিসবাহ ব্যাট হাতে ভয়ঙ্কর হয়ে উঠেন হঠাৎ করেই। কুমিল্লাহ দলের আবু হায়দার রনিও সাকিবের মত ১৭ টি উইকেট শিকার করেছেন। তবে নিয়ন্ত্রণ করতে পারছেন না রানের চাকা। এখান থেকেও এগিয়ে থাকার কথা রংপুরের। অন্যদিকে কুমিল্লা দলের একটি বড় ভুল রয়েছে। পরীক্ষিতদের কথা মাথায় না রেখে বারবার ব্যর্থ লিটন দাসকে সুযোগ দেয়। অন্যদিকে রংপুর মিসবাহকেও বসিয়ে রাখতে কোনো শঙ্কা বোধ করেনি। দল সাজানোয় আবেগের আশ্রয় নিলে রংপুর তো এগিয়ে থাকবেই। এর আগে দেখা গেছে কুমিল্লা দলের হয়ে দেশের ব্যাটসম্যানরা একটি রানও করতে পারেননি। শুধু বিদেশিরাই কুমিল্লাকে ম্যাচটি জিতিয়েছেন। আবেগ দিয়ে ক্রিকেটারদের দলে নিয়ে বড় ভুল করতে পারে কুমিল্লা। বলা যায় সমান সংখ্যেক পয়েন্ট নিয়ে (১৪) দুই দল সেমিফাইনালে উঠলেও খানিকটা এগিয়ে রংপুর। ঢাকা ডায়নামাইস ও বরিশাল বুলস প্রথম রাউন্ডে দুইবার মুখোমুখি হয়। দুই বারই জয় পায় বরিশাল। তৃতীয় লড়াইয়ে গেইল সমৃদ্ধ বরিশালের কাছে সঙ্গত কারণে হেরে যাওয়ার কথা ঢাকার। কিন্তু সাঙ্কা, মুস্তাফিজ ও নাসিরের লড়াই গড়ে তোলার চেষ্টা থাকবে এই ম্যাচে। গেইল জ্বলে উঠতে পারলে সব চেষ্টা পণ্ড হবে তাদের। তবে লড়াইটা হবে তখন যখন গেইল ব্যাট হাতে ব্যর্থ হবে। তখন হাড্ডাহাড্ডি লড়াই হবে দুই দলের। তবে যোজন-বিয়োজন যেন বলছে শেষ হাসি হাসতে এগিয়ে আছে বরিশাল বুসল। ১২ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে