শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫, ১২:৪১:৪৪

বিপিএলে কেমন খেললেন জাতীয় দলে উপেক্ষিত টাইগাররা?

বিপিএলে কেমন খেললেন জাতীয় দলে উপেক্ষিত টাইগাররা?

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলে উপেক্ষিত থাকছেন এমন অনেকেই ডাক পান বিপিএল আসরে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম রাউণ্ডে ব্যাট হাতে চমক ছেড়েছেন বেশ কয়েকজন তারকা। এক সময়ে জাতীয় দলের ক্রিকেটার ছিলেন এমন অনেকেই বিপিএল আসরে বিভিন্ন দলের হয়ে অংশ নিয়েছেন। নবীনরাও অংশ নিয়েছেন। উপেক্ষিতদের মধ্যে মধ্যে জহুরুল ইসলাম, আবুল হোসেন, সফিউল ইসলাম, ফরহাদ রেজা, অলক কাপালি, মোশাররফ হোসেন রুবেল, সোহাগ গাজী, জিয়াউর রহমান ও আবদুর রাজ্জাকসহ আরো কয়েকজন ক্রিকেটার অংশ নেন। তাদের মধ্যে ব্যাট হাতে ভালো করেছেন জহুরুল ইসলাম। তাদের মধ্যে অন্যকোনো ব্যাটসম্যান ভালো করেননি। মোশাররফ হোসেন রুবেল ভালো করেছেন বল হাতে। ফর্মের অভাবেই দলের বাইরে থাকছেন তারা। বিপিএল আসরের মাধ্যমে তাদের দলে ফেরার একটি বিশেষ সুযোগ পান তারা। উপেক্ষিত ক্রিকেটারদের মধ্যে ব্যাট হাতে ভালো করেছেন সাকিবের হাতিয়ার জহুরুল ইসলাম। গ্রুপ পর্বের খেলা শেষে চতুর্থ সর্বোচ্চ (১৯৬) রান সংগ্রহকারী তিনি। জহুরুলের একক কৃতিত্বে ম্যাচও জিতেছে রংপুর রাইডার্স। ঢাকা দলের মোশাররফ হোসেন টুর্ণমেন্টের দ্বিতীয় (১৫) সর্বোচ্চ উইকেট শিকারি। সফিউল চট্টগ্রামের হয়ে ১৩ টি উইকেট শিকার করেন। অন্যদের মধ্যে আবুল হোসেন ঢাকা ডিনামাইটসের হয়ে ১১ টি উইকেট শিকার করেন। এই ছিল উপেক্ষিতদের আমলনামা। অলক কাপালিকে কোনো দল নিতে চায়নি। পরে কুমিল্লা দল তাকে দলে ভেড়ায় কিন্তু নিজেকে প্রমাণ করতে পারেননি তিনি। অন্যদিকে আবদুর রাজ্জাকও পারেননি। ওই চার ক্রিকেটার ছাড়া সবাই হতাশ করার করার মত ক্রিকেট খেলেছে। বিসিবির দৃষ্টি অবশ্য এদিকে। দলের বাইরে থাকাদের মধ্যে যারা ভালো খেলছেন তাদেরকে জাতীয় দলে নেয়ার চিন্তা ভাবনা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১২ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে