শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫, ০১:৫৪:৪৯

টাইগারদের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য বাশারের

টাইগারদের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য বাশারের

স্পোর্টস ডেস্ক : একটা সময় বাংলাদেশের সেরা ক্রিকেটার হিসাবে ধরা হত হাবিবুল বাশারকে। সেরা অধিনায়ক হিসাবেও ছিলেন হাবিবুল বাসার সুমন। দেশের ক্রিকেটের সাফল্যর গোড়াপত্তন করেন হাবিবুল বাশার। তার নেতৃত্বে বাংলাদেশ প্রথম টেস্ট সিরিজ জেতে। এই হাবিবুল বাশার ক্রিকেট বিশ্বকাপ ইস্যুকে সামনে রেখে ভক্তদের জন্য অনেক কিছুই বলেন। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে একটি চ্যালেঞ্জ হিসাবে দেখছেন তিনি। ৬ষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সুপার টেনে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি। দ্বিতীয় রাউন্ডে ওঠার পর বাংলাদেশ টিম কঠিন গ্রুপে পড়বে বলে মনে করেন তিনি। প্রথম আটটি দল সরাসরি খেলার সুযোগ পাবে আইসিসির এই নিয়মকে আপনি সমর্থ করেন কিনা? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ এটি ঠিক আছে। তিনি বলেন, তবে বাংলাদেশকে এখান থেকে সামনে অগ্রসর হতে হবে। সেরা আটে থাকতে পারলে বাছাই পর্ব খেলতে হবে না বাংলাদেশকে। বাশার আশা প্রকাশ করেন যে, ভবিষ্যত নিয়ে বলেন বাংলাদেশ এক সময় সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবে। এবারের প্রথম পর্বে নেদ্যারল্যান্ড ও আয়্যারল্যান্ড বাংলাদেশের কঠির প্রতিপক্ষ হয়ে উঠতে পারে বলেও মাশরাফিদের সতর্ক করেন তিনি। ১২ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে