বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৯, ০৩:১৬:২৪

মুখ ফেরালেন অম্বানী, সঙ্কটে ক্রিকেট

মুখ ফেরালেন অম্বানী, সঙ্কটে ক্রিকেট

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের ঘরোয়া টি টোয়েন্টি লিগ গোটা বিশ্বে কভারেজের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল আইএমজি রিলায়েন্স। তবে পুলওয়ামা কাণ্ডের পরিপ্রেক্ষিতে সেই চুক্তি প্রত্যাহার করে নিয়েছে মুকেশ অম্বানীর সংস্থা। ফলে প্রবল বিপাকে পাকিস্তান সুপার লিগের আয়োজকরা। সোমবারেই সংবাদসংস্থার কাছে রিলায়েন্সের এক কর্তা জানিয়ে দিয়েছিলেন, ‘‘আইএমজি-রিলায়েন্স পিএসএল-এর সমস্ত প্রোডাকশনের কাজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’’ সে কথা সোমবারেই জানিয়ে দেওয়া হয়েছিল পিসিবি-কে।

জানা গিয়েছে, বিভিন্ন দেশের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সম্প্রচার তো বটেই, পরিকাঠামোগত সুযোগ সুবিধা দেওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল রিলায়েন্স। তবে সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলার পরে পাকিস্তানের মাটিতে বাণিজ্যিক কর্মকাণ্ড চালানো সম্ভব নয়!

এর আগে ভারতে ডিস্পোর্টস পিএসএল-এর সম্প্রচার বন্ধ করে দিয়েছে। এক ক্রিকেট ওয়েবসাইটও জঙ্গিহানার পরিপ্রেক্ষিতে কোনও ‘ফিড’ না করার কথা ঘোষণা করেছে। ফলে পিএসএল-এর আয়োজক কর্তৃপক্ষ আতান্তরে পড়ে গিয়েছে। টুর্নামেন্ট শুরু হয়ে গিয়েছে অথচ সম্প্রচারের বাধা ঘটছে। পিসিবি-র পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই পরবর্তী ব্রডকাস্টারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।-এবেলা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে