বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৯, ১২:২৩:০৮

আল্লাহ চকবাজারে যেন আর মৃত সংখ্যা না বাড়ে: রুবেল হোসেন

আল্লাহ চকবাজারে যেন আর মৃত সংখ্যা না বাড়ে: রুবেল হোসেন

স্পোর্টস ডেস্ক : রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৭০ জন নিহত এবং অর্ধ-শতাধিক দগ্ধ হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্তৃপক্ষ।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে পাঁচতলা ভবনের নিচতলায় রাসায়নিক দ্রব্যের গোডাউন থেকে এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই সেটি আশপাশের চারটি ভবনে ছড়িয়ে পড়ে।

ক্রমেই বাড়ছে মৃত্যুর মিছিল। এই ঘটনা গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছে। বিষয়টি হৃদয় ছুঁয়ে গেছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের।

বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করে স্ট্যাটাস দেন রিভার্স সুইং তারকা। তাতে তিনি লেখেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন .. আল্লাহ চকবাজারে যেন আর মৃত সংখ্যা না বাড়ে। চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে যে সমস্ত মানুষ মারা গিয়েছে মহান আল্লাহ যেন সবাইকে জান্নাত নসিব করেন.. হে আল্লাহ্ আপনি নিহতদের পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।

এখন নিউজিল্যান্ড সফরে রয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হয়েছে ধবলধোলাই। সেই তিক্ত স্মৃতি তাজা থাকতেই চকবাজার দুর্ঘটনার খবর পেলেন রুবেল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে