শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫, ০৪:০৫:২৫

ব্যাট হাতে ইমরুল-জায়েদির নজর কাড়া তাণ্ডব

ব্যাট হাতে ইমরুল-জায়েদির নজর কাড়া তাণ্ডব

স্পোর্টস ডেস্ক : বিপিএলের সেমিফাইনাল ম্যাচে ইমরুল কায়েসকে দেখা গেল নতুন রুপে। নজর কাড়া ব্যাটিং করে ভক্তদের হৃদয় কেড়ে নিয়েছেন জাতীয় দলের এই ওপেনার। কুমিল্লা দলের হয়ে মিরপুরের গুরু দায়িত্ব সারেন তিনি। মাশরাফির দলের সংগ্রহকৃত রানের সিংহভাগ আসে তার ব্যাট থেকে। অন্যদিকে বোলার জায়েদি ব্যাট হাতে হয়ে যান দানব গেইলের মত। ১৫ বলে ৪০ রান করেন জায়েদি। এই দুইজন ছাড়া ব্যাট হাতে সাফল্য পায়নি আর কোনো ব্যাটসম্যান। ইমরুল কায়েস করেন ৪৮ বলে ৬৭ রান। যাদের কাছে বড় কিছুর প্রত্যাশা ছিল তারা চরমভাবে ব্যর্থ হন এদিন। মাশরাফি করেন ১ রান, ডাক মারেন শেহজাদ, অ্যান্ড্রে রাসেল করেন ৩ রান। লিটন যদিও ২৮ রান পেয়েছেন। তবে ৩৭ বলে এই রান করেছেন তিনি। দলের চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত রানের স্কোর ১২। ৫ বলে এই রান করেন শুভাগত। ২০ ওভার খেলা শেষে সাত উইকেট হারিয়ে দলের সংগ্রহ দাঁড়ায় ১৬৩ রান। জায়েদি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। সাকিব সাত জনের হাতে বল তুলেন দেন। তাদের মধ্যে চমক দেখান তিসারা পেরেরা। তিনি ৫টি উইকেট নিয়েছেন। অন্যদের মধ্যে উইকেট পান নবী ও সজীব। এখন সাকিবদের সামনে টার্গেটটা মোটেই কম চ্যালেঞ্জিং নয়। ১২ ডিসেম্বর ২০১৫/ এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে