শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫, ০৪:৩২:৩১

সাকিবদের টপঅর্ডার লণ্ডভণ্ড, দল বাঁচাতে মরিয়া নবী

সাকিবদের টপঅর্ডার লণ্ডভণ্ড, দল বাঁচাতে মরিয়া নবী

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফাইনালে ওঠার লড়ায়ে প্রথম কোয়ালিফায়িং ম্যাচে ইমরুল কায়েসের অর্ধশত`র উপর ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ১৬৩ রান সংগ্রহ করেছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লার দেয়া শক্ত টার্গেটে খেলতে নেমে শুরুতেই ব্যর্থতার পরিচয় দেন সৌম্য সরকার। ৮ বলে ৯ রান করে মাঠ ছাড়েন দেশীয় এই হার্ডহিটার ব্যাটসম্যান। তবে এর পর ব্যাক্তিগত ২৫ রান করে সাজঘরে ফিরেন সিমন্স। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সংগ্রহ ৮.৪ ওভারে ৪৬ রান। উইকেট পড়েছে ৪টি। মাঠে রয়েছেন মোহাম্মদ নবী ও মোহাম্মদ মিথুন। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২ টায় ম্যাচটি শুরু হয়। প্রসঙ্গত, শক্তি এবং পরিসংখ্যানের বিচারে এবারের বিপিএলে সমান তালেই এগিয়ে যাচ্ছে কুমিল্লা এবং রংপুর। গ্রুপ পর্ব শেষে ১০ ম্যাচ খেলে দুই দলই তুলে নিয়েছে ৭টি করে জয়। এমনকি মুখোমুখি লড়াইয়েও তারা সমানে সমান। ১২ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে