শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫, ০৬:০৬:৩৬

ম্যাচ জিতিয়ে বাংলাদেশ ছাড়ছেন মাশরাফির এক কান্ডারি

ম্যাচ জিতিয়ে বাংলাদেশ ছাড়ছেন মাশরাফির এক কান্ডারি

স্পোর্টস ডেস্ক: ফাইনালে ওঠার লড়াইয়ে রংপুর রাইডার্সকে ৭২ রানে হারিয়েছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএল তৃতীয় আসরের সবচেয়ে বেশি ম্যাচ জিতে শীর্ষস্থানে রয়েছে কুমিল্লা। আর আজ রংপুরকে হারানোর মধ্যদিয়ে ফাইনাল নিশ্চিত করলো দলটি। দলটিতে বিদেশী খেলোয়াড় হিসেবে খেলছেন আন্দ্রে রাসেল, পাকস্তানি শেহজাদ, জায়েদিসহ কয়েকজন খেলোয়াড়। তবে দুঃখের কথা হচ্ছে প্রথম কোয়ালিফায়ার খেলেই অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন আন্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার ফিরে যাচ্ছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নেতৃত্ব দর্শনে মুগ্ধতা নিয়ে। সিডনি থান্ডারের হয়ে বিগ ব্যাশ খেলতে আগে থেকেই চুক্তিবদ্ধ রাসেল। শনিবার রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ শেষে শনিবার রাতেই উড়াল দেবেন সিডনির উদ্দেশে। ম্যাচের আগে ধারাভাষ্যকার প্যাট সিমকক্সের সঙ্গে আলাপচারিতায় রাসেল বলেন, “কুমিল্লা জিতলেও আমাকে ফিরে যেতে হচ্ছে। এটি আমার জন্য দুর্ভাগ্যজনক। কিছু করার নেই আমার। কারণ সিডনি থান্ডারের সঙ্গে চুক্তিবদ্ধ আমি। চেষ্টা করব, কুমিল্লাকে জিতিয়ে খুশি মনে ফিরে যেতে।” এর আগে খুলনা রয়াল বেঙ্গলসের হয়ে বিপিএল খেলে গেছেন রাসেল। এবার বাংলাদেশে উপস্থিতি তার এক সপ্তাহেরও কম। তবে এতটুকু সময়েই তিনি মুগ্ধ মাশরাফির নেতৃত্বগুণে। “সে সবসময় ড্রেসিং রুম মাতিয়ে রাখে। সবাইকে হাসিখুশি রাখে। সবাইকে বলে বেশি না ভেবে খেলা উপভোগ করতে। এটাই হওয়া উচিত। ক্রিকেট খেলাটা এভাবেই খেলা উচিত। আমাদের দলে খুব বড় নাম নেই, চোখধাঁধানো ব্যাটসম্যান হয়ত নেই। তবে সবাই একতাবদ্ধ হয়ে মাঠে নামে।” বিগ ব্যাশ শুরু হচ্ছে ১৭ ডিসেম্বর থেকে, সিডনি থান্ডারের প্রথম ম্যাচ ২০ ডিসেম্বর। কিন্তু সপ্তাহখানেক আগেই দলের সঙ্গে যোগ দেওয়ায় চুক্তিবদ্ধ ছিলেন। গত ম্যাচ শেষে অধিনায়ক মাশরাফি বলেছিলেন, রাসেলের বিগ ব্যাশের দলের কাছে চিঠি পাঠিয়ে কয়েক দিন দেরিতে পাঠানোর অনুরোধ করা হয়েছে। বোঝাই যাচ্ছে, সেই চিঠিতে কাজ হয়নি। সূত্র : বিডি নিউজ ১২ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে