শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫, ০৬:৪৬:৫৭

হারলেই বাদ, ব্যাটিংয়ে বুলস

হারলেই বাদ, ব্যাটিংয়ে বুলস

স্পোর্টস ডেস্ক: এবার হারলেই বাদ। জিতলে ফাইনালের পথে এক ধাপ এগোনো যাবে। তখন রোববার দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে হবে রংপুর রাইডার্সের বিরুদ্ধে। এমন আবহ সঙ্গী করেই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিপিএলের এলিমিনেটর পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছে বরিশাল বুলস ও ঢাকা ডায়নামাইটস। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক কুমার সাঙ্গাকারা। বরিশালের হয়ে ব্যাট হাতে ওপেন করতে নেমেছেন জ্যামাইকান ব্যাটিং দানব ক্রিস গেইল ও রনি তালুকদার। লিগ পর্বের শেষ ম্যাচে গত বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল ঢাকা ও বরিশাল। প্রায় হারতে হারতে ম্যাচটি জিতেছিল বরিশাল এমরিটের অসাধারণ ব্যাটিংয়ে। নিয়মরক্ষার ম্যাচ বলেই দুই দলে ছিল তারকা খেলোয়াড়ের অভাব। ছিলেন না গেইল, রিয়াদ, সাঙ্গাকারা, মুস্তাফিজরা। তবে আজকের ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নেমেছে দুই দল। ১২ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/প্রদিপ/পিবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে