শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫, ০৮:১৩:২২

সাকিবের হারের ‘ব্যাখ্যায়’ ক্রিকেটাঙ্গনে সমালোচনার ঝড়

সাকিবের হারের ‘ব্যাখ্যায়’ ক্রিকেটাঙ্গনে সমালোচনার ঝড়

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) তৃতীয় আসরে বল হাতে দ্বিতীয় অবস্থানে থাকলেও ব্যাট হাতে অনেকটা ব্যর্থ রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম কোয়ালিয়ারারে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ‘গো হারা’ হেরেছে তার দল রংপুর রাইডার্স। আর এ ম্যাচটিতে নিজের পারফরম্যান্স নিয়ে আক্ষেপ শোনা গেল রংপুর অধিনায়কের বেজা কন্ঠে। শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বল হাতে ৪ ওভারে ৪২ রান দিয়েছেন সাকিব। পাননি কোনো উইকেট। পরে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই ডাউন দা উইকেটে লম্বা ড্রাইব দিতে গিয়ে ক্যাচ দিয়ছেন সীমানায়। ম্যাচে ৭২ রানে হেরে যাওয়ার পর সংবাদ সম্মেলনে বোলিং নিয়ে প্রশ্নে নিজেই ব্যাখ্যা খুঁজে পেলেন না সাকিব। “জানি না কেন এমন হলো উইকেটে স্পিনারদের জন্য সহায়তা ছিল। এখন বর্ণনা করাটা কঠিন।” কিন্তু এর পরবর্তীতে সাকিব যে কথাটা ‍শুনালেন তাতে মোটামুটি আলোচনার ঝড় বইছে ক্রিকেট অঙ্গনে। “শটটি ছক্কা হলে হয়তো সবাই বলতো ভালো শট। আউট হয়েছি বলে এটি হয়েছে বাজে শট। তবে সত্যি বলতে, দায়িত্ব তো অবশ্যই নিতে হবে। ওই পরিস্থিতিতে ওটা বাজে শট ছিল। আরও ভালো চিন্তা করে ব্যাটিং করা উচিত ছিল।” ১২ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে