শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫, ০৯:৩৭:৪২

‘রহস্যময়ী’ সাকিব!

 ‘রহস্যময়ী’ সাকিব!

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম কোয়ালিয়ারারে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে গো হারা হেরেছে রংপুর রাইডার্স। আর এ ম্যাচটিতে দলের অন্যান্য খেলোয়াড়দের মত জ্বলে উঠতে পারেনি দলটির অধিনায়ক সাকিব আল হাসান। তাই নিজের পারফরম্যান্স নিয়ে আক্ষেপ শোনা গেল রংপুর অধিনায়কের আক্ষেপ ভরা কন্ঠে। শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বল হাতে ৪ ওভারে ৪২ রান দিয়েছেন সাকিব। পাননি কোনো উইকেট। পরে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই ডাউন দা উইকেটে লম্বা ড্রাইব দিতে গিয়ে ক্যাচ দিয়ছেন সীমানায়। কিন্তু প্রতিপক্ষ কুমিল্লার তরুণ উদীয়মান পেসার আবু হায়দার রনি চার উইকেট কোয়ালিফার ম্যাচে জয়ের নায়ক বনে যান। চার ওভার বল করে তিনি দিয়েছেন ১৯ রান। তার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স পেয়ে গেছে ফাইনালের টিকেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এই পর্যন্ত যত খেলা হয়েছে তার মধ্যে উইকেট তালিকায় শীর্ষে রনি। ১১ ম্যাচে বল করে তুলে নিয়েছেন ২১ টি উইকেট। তবে, তাকে নিয়ে কোন মন্তব্য করার আগে আরও এক-দেড় বছর লাগবে বলে মনে করছেন রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব আল হাসান। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৭২ রানের বড় পরাজয়ের পর সংবাদ সম্মেলনে এসে তিনি রনির প্রসঙ্গে বলেন, ‘প্রথম কথা হচ্ছে, আমি আসলে এক-দেড় বছর দেখার আগে ওকে নিয়ে কোন মন্তব্য করতে চাই না।’ তবে এখন পর্যন্ত যে সাফল্য দেখিয়ে আসছে ভবিষ্যতের জন্য তাকে বিবেচনা করা যায়। ‘সত্যি বলতে এই টুর্নামেন্টে ও যেভাবে নিজেকে প্রমান করছে, তাতে অবশ্যই আমরা তাকে নিয়ে ভবিষ্যত চিন্তা করতে পারি। বিশেষ করে বাংলাদেশ দলের জন্যে। যেভাবে ও কঠিন পরিস্থিতে বোলিং করেছে - বিশেষ করে ও বেশির ভাগ সময়ে বোলিং এসেছে পাওয়ার প্লে কিংবা শেষ দিকে। যেভাবে ও নিজেকে দেখাতে পেরেছে সেটা তরুণ বোলার কিংবা ব্যাটসম্যানদের অনুপ্রাণিত করবে। যাকে আমরা ওতো বেশি চিনি নাই সে এভাবে এসে পারফর্ম করতে পেরেছে। এটা অন্যদের অনুপ্রাণিত করছে।’ ১২ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে