শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫, ১০:০৬:২৬

জয়ের পরে যা বললেন মাশরাফি

জয়ের পরে যা বললেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক: বিপিএলের আগের দুই আসরে ঢাকা গ্ল্যাডিয়েটরসকে নেতৃত্ব দিয়ে দুবারই ঢাকাকে চ্যাম্পিয়ন করেছিলেন মাশরাফি। ঠিক একেই হাত ধরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফাইনালে উঠেছে। অতীত রেকর্ড বলছে- এবারও চ্যাম্পিয়ন হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স!এবারও কি সেই পথেই হাঁটছে কুমিল্লা। উত্তরটা কেবল মাশরাফিই দিতে পারবেন। শনিবার রংপুর রাইডার্সকে ৭২ রানে হারানোর পর সংবাদ সম্মেলনে ফাইনাল ম্যাচ নিয়ে কোনো কথা বলেননি। তবে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি- প্রশ্ন : ২০১০ সালে কোমড়ে ব্যাথা নিয়ে আবাহনীকে চ্যাম্পিয়ন করেছিলেন, এবারও সে রকম কিছু হচ্ছে? মাশরাফি: তা তো বলতে পারছি না। আল্লহর রহমত! আমরা ফাইনাল খেলতে পারছি এটা অনেক বড় স্বস্তি। এ ধরনের টুর্নামেন্টে অনেক চাপ থাকে। বাইরের চাপ বেশি থাকে। এখনো তো একটা ম্যাচ বাকি। ফাইনালে যাওয়ায় এই মুহূর্তে ভালো লাগছে। প্রশ্ন : আপনি এখনো শতভাগ ফিট না তারপরও খেলার পিছনে শক্তিটা কী? মাশরাফি: কিছুই না আসলে। আল্লাহর রহমত আছে। ভাগ্যও সহায় হয়েছে। প্রশ্ন : আজকে বোলিং করলেন। একটু বলবেন শারীরিক অবস্থা কি? মাশরাফি: আজও কিছুটা ব্যথা হচ্ছিলো। আজ শর্ট রান আপে বোলিং করতে পেরেছি। ওই সময় অফস্পিনার বা অন্য কোনো বোলার আনার সুযোগ ছিলো না। প্রশ্ন : আসহার জাইদির পারফরম্যান্স কেমন লাগছে? আজকে ৪০ রান করল সঙ্গে চার উইকেট। মাশরাফি : জাইদি আমাদের যেভাবে সার্ভিস দিয়েছে সেটা অবিশ্বাস্য। ওর কাছে এতোটা কেউ আশাও করেনি। একটা সময় মনে হয়েছিলো আমাদের রান হয়তো ১৪৫ থেকে ১৫০ রানের মধ্যেই হবে। শেষ দুই ওভারে আজকেও সে অবিশ্বাস্য ভালো ব্যাটিং করেছে। এ ছাড়া বোলিং তো ও পুরো টুর্নামেন্টেই ভালো করেছে। প্রশ্ন : আবু হায়দার রনি আজও বেশ ভালো বোলিং করেছেন। তাকে নিয়ে মূল্যায়ন কিভাবে করবেন? মাশরাফি : আমাদের ঘরোয়া টুর্নামেন্টের চেয়ে বিপিএলে একটু বেশি প্রেসার থাকে। কারণ এখানে বিদেশি খেলোয়াড়রা থাকে। এরপরও রনি যেভাবে বোলিং করেছে, আমার মনে হয় ও অনেক পরিণত হয়েছে। ওকে এমন জায়গাও বোলিংয়ে পাঠিয়েছি, যেখানে প্রেসার ছিল। এখনো সে নতুন। কখনো হয়তো নিতে পারছে। কখনো হয়তো পারছে না। ওকে কাছে থেকে দেখেছি, ও খুবই সম্ভাবনাময়। বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যত বলা যায় ওকে। তবে ক্লাব ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটের পার্থক্যটা অনেক বড়। এসেই পারফর্ম করা অনকে সময় সহজ, অনেক সময় কঠিন। বাংলাদেশ দলের কথা চিন্তা করলে ওকে ‘গ্রেট ফিউচার’বলা যায়। প্রশ্ন : আজকের ব্যাটিং-বোলিং মিলিয়ে কুমিল্লার পরিপূর্ণ পারফর্ম কি বলা যায়? মাশরাফি : যে উইকেট ছিলো, টস জিতলে আমরাও বোলিং করতাম। প্রথম কিছুটা আমরা লাকিও ছিলাম। আমাদের উইকেট পড়েনি। এই উইকেটে আমার মনে হয় ১৩০ বা ১৩৫-ও ভালো স্কোর হতে পারে। ১৬০ হয়ে গিয়েছে, তখন মনে হয়েছে আমরা ভালো জায়গায় বোলিং করলে ওদের জন্য কঠিন হয়ে যাবে। এই উইকেটে আসলে রান করা খুবই কঠিন। আজকেও কঠিন ছিলো। টসের আগে উইকেটে নখ দেবে যাচ্ছিলো। এতো সফট উইকেটে টস জিতে ব্যাটিং করা কঠিন। ইমরুল যেভাবে ব্যাটিং করেছে, তা ওকে পরবর্তী ম্যাচে বেশ আত্মবিশ্বাস দিবে। লিটনও আজ ভালো খেলেছে। প্রশ্ন : ফাইনালে উঠার আনন্দ বেশি না কালকের ম্যাচ না খেলার স্বস্তিটা বেশি? মাশরাফি : ফাইনালে উঠার আনন্দ অবশ্যই অনেক বেশি। যে পর্যায়ের ক্রিকেটই হোক না কেনো, পেশাদার ক্রিকেটার হিসেবে সব সময়ই লক্ষ্য থাকে শীর্ষে যাওয়ার। সে হিসেবে খুব ভালো লাগছে। একই সাথে একটা ম্যাচ খেলা মানে শরীরের উপর চাপ এবং টেনশনও থাকে। প্রশ্ন : আপনি আগে ব্যাটিং নামলেন। নিজের ইচ্ছায়? মাশরাফি : কোনো পরিকল্পনা করে মাঠে নামিনি। আমি নিজেও প্রস্তুত ছিলাম না।কোচ বললেন নামতে। পরে আমিও ভাবলাম, ঠিক আছি নামি। কোচই চাচ্ছিলো এটা। নিজে চিন্তা করি নাই। ওভার শেষ হয়ে গেলে অন্য ব্যাটসম্যানদের আগে নামবো। কিন্তু কোচই আমাকে পছন্দ করেছে তিনে নামার জন্য। প্রশ্ন : ইমরুর তুলনামূলকভাবে বেশি আক্রমণাত্মক ছিল। লিটন তার উল্টো। একটু ব্যাখ্যা করবেন? মাশরাফি : আমার কাছে মনে হয় যে, প্রতিটি খেলোয়াড়েরই আলাদা আলাদা স্কিল থাকে। লিটন খুবই সম্ভাবনাময়। যদিও সে এখনো তার স্কিল দেখাতে পারেনি সেভাবে। আর ইমরুল পরীক্ষিত। ওর যদি স্কিল নাই, তবে ভুল কথা। কারণ আমার মনে হয় ইমরুল এ বছর টেস্টে বাংলাদেশের সেরা রান স্কোরার। অর্থাৎ ও অন্যদের চেয়ে স্কিলফুল। ইমরুলের কাছে এ ধরনের ম্যাচে প্রেসার নেয়া ডাল-ভাতের মতো। কিন্তু লিটন যেহেতু ওর সেরাটা এখনো দেখাতে পারেনি। ওর কাছে হয়তো কঠিন মনে হবে। লিটন বা ইমরুল; সবাইকে বলেছি, আমরা মাঠে নেমে ক্রিকেটটা যদি এনজয় না করি তবে পারফর্ম করা কঠিন। লিটনের মাথার ভিতর হয়তো অনেক কিছু ঘুরছে। আমার বিশ্বাস একটা দুইটা বড় রান করলেই সে দারুণ কিছু করবে।-রাইজিংবিডি ১২ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/প্রদিপ/পিবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে