রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫, ০৮:১৫:০০

সেই টাইগারই বিপিএলের সেরা

সেই টাইগারই বিপিএলের সেরা

স্পোর্টস ডেস্ক : দলকে ফাইনালে ওঠানোর পাশপাশি নিজের ব্যক্তিগত সংগ্রহকেও সমৃদ্ধ করে নিলেন বিপিএলের তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা বোলার আবু হায়দার রনি। শনিবার বিপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ৪ উইকেট তুলে আসরের সর্বোচ্চ উইকেট শিকারিতে পরিণত হোন তিনি। টুর্নামেন্টে ১১ ম্যাচ খেলে আবু হায়দার নিয়েছেন ২১ উইকেট। এ ম্যাচে নামার আগে রংপুরের অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে ১৭ উইকেট নিয়ে সহাবস্থানে ছিলেন আবু হায়দার। সাকিব এদিন উইকেটশূন্য থাকায় সৌম্য সরকারকে আউট করেই সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় নাম লেখান অনুর্ধ্ব-১৯ দল থেকে আসা আবু হায়দার রনি। পরে লিন্ডল সিমন্স, থিসারা পেরেরা ও আরাফাত সানিকে বোল্ড করলে সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায় ব্যবধান বাড়ান আবু হায়দার। অন্যদিকে, পাঁচ উইকেট নিয়ে সাকিবের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রংপুরের শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। ১৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে