রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫, ১০:২৫:৪৬

আবারো হোঁচট খেল নেইমারহীন বার্সা

আবারো হোঁচট খেল নেইমারহীন বার্সা

স্পোর্টস ডেস্ক: অনুশীলনের সময় চোট পেয়ে মাঠের বাহিরে ন্যু ক্যাম্পের প্রাণ ভোমরা নেইমার। নেইমারবিহীন বার্সাকে নিজ মাঠে রুখে দিল দেপোর্তিভো লা করুনা। প্রথমে দু’গোলে এগিয়ে যাওয়ার পরও শেষ পর্যন্ত ড্র এ সন্তুষ্ট থাকতে হয়েছে এনরিকের শিষ্যদের। শনিবার ম্যাচের প্রথমার্ধের অনেকটা সময় গোলশূন্য থাকার পর দারুণ এক ফ্রি-কিকে স্বাগতিকদের এগিয়ে দেন লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করেন ইভান রাকিতিচ। খেলা শেষ হওয়ার ১৩ মিনিট আগে লুকাস একটি গোল শোধ করার পর ম্যাচের শেষ দিক অতিথিদের সমতায় ফেরান আলেক্স বের্গানতিনোস। ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালাতে দেখা যায় বার্সেলোনাকে। বার বার আক্রমণ চালিয়েও গোলমুখে ব্যর্থ হচ্ছিল মেসি-সুয়ারেসরা। ৩১তম মিনিটে মেসি একটি জোরাল শট করেন দেপোর্তিভো জালে। কিন্তু তা রুখে দেন গোলরক্ষক। পরের মিনিটেই ডান দিক থেকে দানি আলভেসের ক্রসে লক্ষ্যভ্রষ্ট হেড করেন সুয়ারেস। বিরতির সময় ঘনিয়ে আসায় সমর্থকরা যখন একটু হতাশ হতে শুরু করেছেন তখনই বার্সেলোনাকে এগিয়ে দেন মেসি। ৩৯তম মিনিটে ফ্রি-কিক পেয়ে আর্জেন্টিনা অধিনায়কের বাঁ পায়ে উচিয়ে মারা নিখুঁত শট ঠেকানোর সুযোগই ছিল না গোলরক্ষকের। ৫৫তম মিনিটে দেপোর্তিভোর জালে বল ঢোকাতে পারলেও অফসাইডের বাঁশি বাজায় উদযাপন করতে পারেননি সুয়ারেস। তবে ৬২তম মিনিটে দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন রাকিতিচ। ডি বক্সের একটু বাইরে থেকে ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডারের কোনাকুনি শট রুখতে পারেননি গোলরক্ষক। ৭১তম মিনিটে মেসির বানিয়ে দেওয়া সুযোগটা কাজে লাগাতে পারেননি সুয়ারেস। ৭৭তম মিনিটে ফরোয়ার্ড লুকাস ব্যবধান কমানোর পর মরিয়া হয়ে আক্রমণ চালায় দেপোর্তিভো। তারই ফল হিসেবে ৮৬তম মিনিটে আসে আলেক্সের সমতা ফেরানো গোলটি। উল্লেখ্য,১৫ ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষেই আছে বার্সেলোনা। ৩২ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ দ্বিতীয় ও ৩০ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ তৃতীয় স্থানে আছে। দুই দলই এক ম্যাচ কম খেলেছে। ১৩ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে