রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫, ১১:৪৮:০৫

বিপিএলে ইতিহাস সৃষ্টিকারী সেই খেলোয়াড়ের প্রশংসায় বিসিবি

বিপিএলে ইতিহাস সৃষ্টিকারী সেই খেলোয়াড়ের প্রশংসায় বিসিবি

স্পোর্টস ডেস্ক: স্বল্প আসরের ম্যাচ টি২০ মানেই ছয় চারে ছড়াছড়ি। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) তৃতীয় আসরে দেখা গেল ভিন্ন এক চিত্র। আসরটিতে ব্যাটসম্যানদের চেয়ে আধিপত্য একটু বেশি দেখাচ্ছেন বোলাররা। বিপিএলে তৃতীয় আসরে বোলিং দৌড়ে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তরুণ উদীয়মান খেলোয়াড় আবু হায়দার রনি। সাকিব আল হাসানকে টপকে বিপিএল থ্রিতে অনন্য উচ্চতায় দাঁড়িয়ে রয়েছেন তিনি। কোয়ালিফায়ারে রংপুরের বিপক্ষে ৪ উইকেট নিয়ে তার ঝুলিতে এখন ২১ উইকেট। বিপিএলে এমন পারফরম্যান্স করার পর জাতীয় দলে সুযোগ পাওয়া সময়ের ব্যাপার মাত্র। জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ ও যেন তেমনটাই ইঙ্গিত দিলেন। তিনি জানান, ‘বিপিএলে আবু হায়দার রনির বোলিং পারফরম্যান্স আশাব্যঞ্জক। ভবিষ্যতে রনি বাংলাদেশের ক্রিকেটের জন্য দারুণ কিছু হতে পারে।’ ঘরোয়া আসর বিপিএলের মাধ্যমে বিসিবি চেয়েছিল দেশীয় তরুণ কিছু খেলোয়াড় বের করে আনতে। তারা হয়তো সে দিক দিয়ে অনেকটা সফলও বটে। প্রত্যেক তরুণ খেলোয়াড়ের স্বপ্ন থাকে জাতীয় দলের হয়ে মাঠ মাতানো। হয়তো সে দিকেই এগোচ্ছেন পেসার আবু হয়দার রনি। ১৩ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে