সোমবার, ১১ মার্চ, ২০১৯, ১০:০৩:৩১

মোস্তাফিজকে ইংরেজি শেখার পরামর্শ দিলেন জয়াবর্ধনে

মোস্তাফিজকে ইংরেজি শেখার পরামর্শ দিলেন জয়াবর্ধনে

স্পোর্টস ডেস্ক: দেশের পাশাপাশি বিদেশি ক্রিকেট লিগগুলোতে খেলতে গেলে ইংরেজিতে ভালো দক্ষতা প্রয়োজন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

সেখানে মোস্তাফিজকে ইংরেজি ভাষায় অদক্ষতা নিয়ে সতর্ক করে দিয়েছিলেন মুম্বাইয়ের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে। সেবার মুম্বাইয়ে মোস্তাফিজের সঙ্গে সকল খেলোয়াড় ও কোচের কথোপকথন সহজ করতে দোভাষীর কাজ করতে গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম ইকবালের সহোদর এবং এক সময়ে জাতীয় দলের ওপেনার নাফিস ইকবাল।

বিভিন্ন বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে খেলতে গেলে ইংরেজি ভাষায় দক্ষ হওয়া গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে বড় ক্রিকেটার হতে হলে ইংরেজি ভাষায় দক্ষ হওয়া গুরুত্বপূর্ণ হিসেবেই মনে করছেন জয়াবর্ধনে। তাইতো মোস্তাফিজকে ইংরেজি শেখার পরামর্শ দিলেন জয়াবর্ধনে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মোস্তাফিজ যদি আরেকটু ভালো ইংরেজি বলতে পারে তাহলে এটি তার অনেক কাজে আসবে। কিন্তু সে যদি এটি করতে না চায় তাহলে সে কেবল বাংলাদেশের একজন ক্রিকেটার হিসেবেই থেকে যাবে। যে কিনা গড়পড়তা ক্রিকেটার ছিল। সবার সাথে তার কথা বলতে হবে, দলের সঙ্গে মিশতে হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে