রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫, ১২:৫৩:২৬

‘মুস্তাফিজ ভিনগ্রহের, ওর সঙ্গে কারো তুলনা চলে না’

‘মুস্তাফিজ ভিনগ্রহের, ওর সঙ্গে কারো তুলনা চলে না’

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) তৃতীয় আসরে ১০টি ম্যাচ খেলে ১৪ উইকেট তুলে নিয়েছেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। তার কাছে প্রাপ্যটা তিনি ঠিকঠাকভাবে বুঝিয়ে দিয়েছেন দলকে। প্রতিটি ম্যাচেই কিপটে রান কম দিয়ে প্রতিপক্ষকে জিম্মি করে রাখছেন সাতক্ষীরার এই বালক। তার পারফরম্যান্সে মুগ্ধ জাতীয় টি২০ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার পাশাপাশি এবার বিপিএলে নতুন আবিস্কার আবু হায়দার রনি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই পেসারকেও এগিয়ে রাখছেন কুমিল্লা ও জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বরিশাল বুলসের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ পর্যন্ত মুস্তাফিজ শিকার করেছেন মোট ১৪ উইকেট। অন্যদিকে, এবারের টুর্নামেন্টে সবচেয়ে এগিয়ে রয়েছেন রনি। সেমিফাইনাল পর্যন্ত ঝুলিতে ভরেছেন সর্বমোট ২১ উইকেট! সেক্ষেত্রে আরো একজন মুস্তাফিজ কি খুঁজে পেলো বাংলাদেশ? মুস্তাফিজ সম্পর্কে বলতে গিয়ে মাশরাফি বলেন, “মুস্তাফিজ ভিনগ্রহের এক প্রতিভা। ওর সঙ্গে কারোর তুলনা চলে না। রনিকে কাছে থেকে দেখেছি, ও খুবই সম্ভাবনাময়। বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যত বলা যায় রনিকে। তবে একটি বিষয় সুস্পষ্ট যে ঘরোয়া ক্রিকেট আর আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্যটা অনেক বড়। এসেই পারফর্ম করা অনকে সময় সহজ, অনেক সময় কঠিন। বাংলাদেশ দলের কথা চিন্তা করলে ওকে ‘গ্রেট ফিউচার’ বলা যায়।” রনির এম অগ্রযাত্রার পিছনের রহস্য হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মনে করছেন রনি যথেষ্ট সাহসী। ১৩ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে