রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫, ০২:০২:৫৬

অস্ট্রেলিয়া শিবিরে আসছেন নতুন সেনাপতি

অস্ট্রেলিয়া শিবিরে আসছেন নতুন সেনাপতি

স্পোর্টস ডেস্ক : স্টিভেন স্মিথের শারীরিক অবস্থা ভালো নয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলমান সিরিজের পরে ভারতের বিপক্ষে বিপক্ষে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এইসব ম্যাচের বিষয় সামনে রেখে দেশটির অন্য এক তারকা ক্রিকেটারকে অধিনায়ক করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। পায়ের গোড়ালিতে চোট পাওয়া স্মিথ ২০১৬ সালের মার্চে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন কি পারবেন না এ নিয়ে শঙ্কা রয়েছে। এখন থেকে তাকে বিশেষ পরিচর্যায় রাখবে অস্ট্রেলিয়া। আসন্ন বিশ্বকাপ আসরে তাকে দলে পাওয়ার জন্য অসি বোর্ডের মাথা ব্যথা কম নয়। স্টিভেন স্মিথ পুরোপুরি সুস্থ হওয়ার পূর্ব সময় পর্যন্ত ওয়ার্নারকে নতুন ক্রিকেট সেনাপতি হিসাবে ঘোষণা করা হবে। দেশটির নির্বাচক লেহম্যান জানান, ওয়ার্নার ডেপুটি অধিনায়ক হিসাবে ভালো করেছেন। স্মিথ দীর্ঘ মেয়াদের ক্যাপ্টেন থাকবেন আর এখন এই ঘাটতি পূরণের জন্য নতুন সেনাপতি হিসাবে ওয়ার্নারের কথাই ভেবেছি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজে স্মিথের যায়গায় ওসমান খাজাকে দলে নেয়া হয়েছে বলেও জানান তিনি। লেহম্যান বলেন, আমি চিকিৎসাৎ বিজ্ঞানে বিশেষজ্ঞ নেই। তবে বলতে পারি সামনের গুরুত্বপূর্ণ আসরে স্মিথকে পেতে হলে তাকে বেশ পরিচর্যায় রাখতে হবে। ১৩ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে