রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫, ০২:৫১:৪৪

টেস্টে ছক্কার সেঞ্চুরি করে ইতিহাস সৃষ্টি করেছেন ম্যাককালাম

টেস্টে ছক্কার সেঞ্চুরি করে ইতিহাস সৃষ্টি করেছেন ম্যাককালাম

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে নিজের সেরা দিন পার করলেন নিউজিল্যান্ডের ক্যাপ্টেন ব্রান্ডন ম্যাককালাম। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের ৪র্থ দিনটি স্বরণীয় একটি দিন হয়ে থাকবে তার জীবনে। এদিন টেস্টে ছক্কার সেঞ্চুরিতে রেকর্ড জয় করেন ম্যাককালাম। ১৩৮ বছরের ক্রিকেট ইতিহাসে মাইলফলক স্পর্শ হয় তার ব্যাটে। টেস্টে সবচেয়ে ছক্কা মারা ক্রিকেটার এখন তিনিও। ক্রিকেট ইতিহাসে মাত্র দুই জন ব্যাটসম্যান টেস্টে ছক্কার সেঞ্চুরি পেয়েছেন। সর্বশেষ রিপোর্টে দুই জনেই ১০০ টি ছয় মেরেছেন। অসি ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট ২০০৭ সালে ১০০ টি ছয় পূর্ণ করেন। এই সিরিজের আগে টেস্টে ম্যাককালামের ছয়ের সংখ্যা ছিল ৯৭ টি। প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে ৩টি ছয় মেরে ১০০ টি ছয় পূর্ণ করেন তিনি। এই ম্যাচেই ম্যাককালামের সুযোগ ছিল গিলক্রিস্টকে ছাড়িয়ে যাওয়ার। কিন্তু ইনিংস ঘোষণা করায় সেটি আর হয়নি। টেস্টে ছয় মারার দিক থেকে এই দুই জনের পরে রয়েছেন ক্যারিবীয় ক্রিকেটার ক্রিস গেইল। গেইল ছয় মেরেছেন ৯৮ টি। গেইলের পরে রয়েছে জ্যাক ক্যালিস। তিনি ৯৭ টি ছয় মেরেছেন। ছয় মার ইতিহাসে সেরা পাঁচে রয়েছেন ভারতের বীরেন্দ্র শেবাগ। টেস্ট ক্রিকেট তিনি ছক্কা হাঁকিয়েছেন ৯১টি। ১৩ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে