রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫, ০৩:২৮:৪৫

মেসিকে নিয়ে অভিনব স্টেশন

মেসিকে নিয়ে অভিনব স্টেশন

স্পোর্টস ডেস্ক: মেসির জন্মস্থান রোসারিও থেকে ৩০০ মিলোমিটার উত্তর-পশ্চিমের এই স্টেশনকে অভিনব পদ্ধতিতে মেসির নানা কীর্তি, ছবি এবং সৌধে মুড়ে ফেলা হয়েছে৷ যেখানে পা দিলে চমকে যেতে হয়৷ ক্রিশ্চিয়ানো রোনালদো নিজের মিউজিয়াম থাকতে পারে৷ কিন্তু এই স্টেশন রোনালদোর মতো অনেক তারকাকেই টেক্কা দেবে৷ স্টেশনে দাঁড়ালে মেসির জীবনের নানা কীর্তির ছবি ভেসে উঠবে৷ ম্যুরাল, তৈলচিত্র বা ভাস্কর্য ও রয়েইছে৷ বুয়েনস আইরেসের খোসে হার্নান্দেস স্টেশনকে সব দিক থেকে মেসিময় করে তোলা হয়েছে৷ যেখানে গেলে চোখ ধাঁধিয়ে যেতে বাধ্য৷ স্টেশনে ঢুকতে সামনে যে দেওয়াল দেখতে পাবেন, সেখানে মেসির বড় ছবি৷ এসকেলটরে উঠে প্ল্যাটফর্মে যে থাম চোখে পড়ছে, সেখানে মেসির বিখ্যাত ফ্রিকিক নেওয়ার ছবি 'এমবস' করা৷ বিলবোর্ড, টিকিট কাউন্টার বা স্টেশন মাস্টারের ঘরে শো-কেসে মেসির বুট-জার্সি-সহ নানা জিনিসের কোলাজ৷ বুয়েনস আইরেসের মেয়র হোরাসিও রদরিগেস বলছেন, 'খোসে হার্নান্দেস স্টেশনকে আমরা নতুন করে সাজিয়েছি মেসিকে শ্রদ্ধা জানাতে৷' কখনও চোখে পড়বে স্টেশনের এক প্রান্তে মেসির কাচের মূর্তি৷ যার সামনে দিয়ে হেঁটে গেলে মনে হবে মেসি যেন তাকিয়ে আপনাকেই দেখছেন! কোথাও গোল করার পর মুখে বুড়ো আঙুল পুরে দেওয়া ছবি৷ কোথাও কাচের বাক্সে মেসির সই করা বল৷ জাতীয় পতাকার রং নীল-সাদায় রাঙানো স্টেশনের যে দিকে চোখ যাবে, সে দিকেই মেসির কোনও না কোনও চিহ্ন৷ চলমান মিউজিয়ামের সব মশলাই উপস্থিত এই স্টেশনে৷ সূত্র : এইসময় ১৩ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে