রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫, ০৩:৪৭:২৮

দীর্ঘদিন পর মুখ খুলে নানা পরামর্শ ইউসুফের

দীর্ঘদিন পর মুখ খুলে নানা পরামর্শ ইউসুফের

স্পোর্টস ডেস্ক : মোহাম্মদ ইউসুফকে চিনতে ভুল হওয়ার কথা নয় ক্রিকেটপ্রেমীদের। ইসলাম গ্রহণ করার পরে ইউহানা থেকে মোহাম্মদ ইউসুফ নাম ধারন করেছিলেন তিনি। মুসলমান হওয়ার পরেও পাকিস্তানের মূল ব্যাটসম্যান হিসাবে দীর্ঘদিন মাঠ কাঁপিয়েছেন তিনি। দেশের ক্রিকেটের উন্নতি নিয়ে এবার মুখ খুলেছেন সেই ইউসুফ। সম্প্রতি ইংল্যান্ডের সাথে বাজে ক্রিকেট খেলে পাকিস্তান। টি-টোয়েন্টি ও ওয়ানডে খুবই অবনতি হয়েছে পাকিস্তানের। এমনকি টেস্টে ধস নেমেছে। এই বিষয় নিয়ে আক্ষেপ তার। মোহাম্মদ ইউসুফ পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) নানা পরামর্শ দিয়েছেন। ইউসুফ বিদেশি কোচ নিয়োজের জন্য পরামর্শ দেন পিসিবিকে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সাথে আসছে বেশি বেশি সিরিজ খেলার জন্য পিসিবির প্রতি অনুরোধ জানান তিনি। এখন থেকে ভালো না করলে পাকিস্তানের আরো অবনতি হবে বলে জানান পাকিস্তানের এই নওমুসলিম ক্রিকেটার। তিনি বলেন, পাকিস্তানের দরকার বব উলমারের মত একজন কোচ। মোহাম্মদ ইউসুফ বলেন, ওয়াকার ইউনুসের প্রতি আমার শ্রদ্ধা আছে। কিন্তু তিনি তো দেশের সাফল্য নিয়ে আসতে পারছেন না। তাই এখনই সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য পাকিস্তানের ক্রিকেট বোর্ডের সভাপতি শাহরিয়ার খানের প্রতি অনুরোধ জানান পাকিস্তানের এই কিংবদন্তি ক্রিকেটার। ১৩ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে