রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫, ০৬:৩৫:১৭

৫ ওভার বল করে ৯ উইকেট

৫ ওভার বল করে ৯ উইকেট

স্পোর্টস ডেস্ক: বিপিএলের দ্বিতীয় আসরে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন আলফোনসো থমাস। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে দক্ষিণ আফ্রিকার এই পেসার ১২ ম্যাচে নিয়েছিলেন ২০ উইকেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের সবচেয়ে আলোচিতে বোলার আবু হায়দার রনি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে নিয়েছেন উইকেটের পর উইকেট নিয়ে রীতিমতো বিপিএল পাড়ায় সবচেয়ে আলোচিত এখন তিনি। এরই মধ্যে তিনি এক আসরে সবচেয়ে বেশি উইকেটের অধিকারী হয়ে গেছেন। শনিবার প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের বিপক্ষে চার উইকেটসহ ১১ ম্যাচে রনির সংগ্রহ ২১ উইকেট। যা গত দুই আসরের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের চেয়েও বেশি। প্রথম বিপিএলে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন যৌথভাবে ইলিয়াস সানি ও মোহাম্মদ সামি। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ১২ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন বাঁহাতি স্পিনার সানি, দুরন্ত রাজশাহীর হয়ে ১১ ম্যাচে ১৭ উইকেট ছিল সামির। কিন্তু এবার বিপিএল শেষ হওয়ার আগেই সবাইকে ছাড়িয়ে গেলেন রনি। ফাইনাল ম্যাচ এখনো বাকি রয়েছে, সুযোগ থাকছে আরও উইকেট তুলে নেওয়ার, রেকর্ডটিও আরো সমৃদ্ধ করার। বিপিএলের পারফরম্যান্সেই পাদপ্রদীপের আলোয় এসেছেন রনি। তবে তিনি বাংলাদেশের বয়সভিত্তিক ক্রিকেটেরই ফসল। খেলেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ দলে। প্রথম নজর কেড়েছিলেন ২০১২ সালে এসিসি অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে। মালেয়েশিয়ায় কাতারের ৫.৪ ওভার বোলিং করে মাত্র ১০ রানেই নিয়েছিলেন নয় উইকেট! পরের বছর একই টুর্নামেন্টে আলোচনার জন্ম দিয়েছিলেন আবারো। এবার আবুধাবিতে মালেয়েশিয়ার বিপক্ষে আট ওভার বোলিং করে মাত্র আট রানেই নিয়েছিলেন পাঁচ উইকেট। বোলিং ফিগার অনেকটা এরকম, ৮-৪-৮-৫! ১৩ই ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে