রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫, ০৬:৫৭:২৫

তবুও শোয়েব আখতারের গতিকে ছুঁতে পারলেন না নেইল

তবুও শোয়েব আখতারের গতিকে ছুঁতে পারলেন না নেইল

স্পোর্টস ডেস্ক: ডানেডিনে চলছে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মধ্যে সিরিজের প্রথম টেস্ট। আর এই টেস্টে আজ ইতিহাস বদলে দিতে গিয়ে অল্পের জন্য ব্যর্থ হয়েছেন নিউজিল্যান্ডের পেসার নেইল ওয়াগনার। খেলার চলার এক পর্যায়ে ব্যাটিং প্রান্তে ছিলেন দীনেশ চান্দিমাল। নিউজিল্যান্ড পেসার নেইল ওয়াগনার নিজের দ্বিতীয় ওভারের চতুর্থ বলটিতে বেশ চমৎকার একটি ইয়র্কার ছুড়লেন। সাধারণ চোখের দেখায় সেই বলের গতিকে ওয়াগনারের অন্যসব ডেলিভারির মতোই মনে হয়েছিল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে স্পিডগান সেই বলের গতি দেখায় ১৬০ কি.মি/ঘন্টা! যেখানে শোয়েব আখতার ১৬১.৩ কিলোামিটার/ঘণ্টায় বল করে ইতিহাসের নায়ক হয়ে আছেন। ওয়াগনার সাধারণত ১৩০ কি.মি গতিসীমার মধ্যেই বল করেন, তাই তার হাত থেকে এত দ্রুতগতির বল বের হতে দেখাটা একরকম আশ্চর্য্যজনক ব্যাপারই ছিল। তবে আশ্চর্য্যের উপকরণ এখানেই শেষ হয়নি। পরবর্তীতে বুঝা যায়, কারিগরী ত্রুটির কারণেই ওয়াগনারের সাধারণ ডেলিভারিকে 'অসাধারণ' গতির ডেলিভারি হিসেবে প্রদর্শন করে স্পিডগান। সিরিজ সম্প্রচারের দায়িত্বে থাকা স্কাই প্রোডাকশনের এক কর্মকর্তা দাবী করেন, 'সম্ভবত কোন চিল হয়তো বেশ নিচ দিয়ে উড়ার সময় স্পিডগানের সামনে দিয়ে গিয়েছিল। এ কারণেই স্পিডগান সেই বলটির এরকম ভুল গতি দেখিয়েছে।' ১৩ই ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে