রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫, ০৭:৩৫:০২

‘লম্বা ইরফান নয়, পুচকে মুস্তাফিজই সেরা’

‘লম্বা ইরফান নয়, পুচকে মুস্তাফিজই সেরা’

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বিশ্বে অভিষেকের দিনই আলোরণ সৃষ্টি করেছিলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফান। তবে তিনি বলের কারিশমা দেখিয়ে নয়, বরং তার ৭ ফুট ১ ইঞ্চির সুঠাম দেহ দেখে ক্রিকেট বিশ্বের নজরে এসেছেন। পরে অবশ্য বোলিং কারিশমা দেখিয়ে পাকিস্তান দলে নিজের জায়গা স্থায়ী করেছেন তিনি। অন্যদিকে বাংলাদেশ দলে অভিষেক ম্যাচেই নিজের আপন প্রতিভা দিয়ে একের পর এক প্রতিপক্ষের উইকেট শিকার করে দলকে সিরিজ জিতিয়ে নজরে আসেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তার বোলিং কারিশমায় বাংলাদেশ দল একের পর এক বড় বড় দলের বিরুদ্ধে সিরিজ জিতে ইতিহাস করেন। তার বোলিং কারিশমা চলমান বিপিএলও অভ্যাহত রয়েছে। তাই তো শ্রীলঙ্কার সাবেক তারকা ক্রিকেটার কুমার সাঙ্গাকারা লম্বা ইরফানকে নয়, বরং ‘পুচকে’ মুস্তাফিজকেই সেরা বললেন। দেশ ছাড়ার আগে সাঙ্গাকার বলেন, বাংলাদেশের ক্রিকেটের উজ্বল নক্ষত্র মুস্তাফিজুর রহমান। যে কিনা বিশ্বের বড় বড় ব্যাটসম্যানদের জন্য হুমকি। প্রসঙ্গত, শনিবার ঢাকা বরিশালের কাছে পরাজিত হলেও দুর্দান্ত বল করেন মুস্তাফিজ। ক্রিস গেইল মুস্তাফিজের বল বুঝতেই পারেননি। সরাসরি মিডিল স্ট্যাম্প ভেঙে যায় গেইলের। আর সাঙ্গাকারা ভবিষ্যতের জন্য এই মুস্তাফিজকে বাংলাদেশের সেরা সম্পদ হিসাবে আখ্যা দেন। সাঙ্গাকারার মতে অপর সম্ভাবনাময় ক্রিকেটার হলেন নাসির হোসেন। মুস্তাফিজ চলমান বিপিএলে ১০ ম্যাচে ১৪ উইকেট পেয়েছেন। ১৩ই ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে