রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫, ০৭:৪৬:২৪

বয়কটের বিরুদ্ধে ওয়াসিম আকরাম

 বয়কটের বিরুদ্ধে ওয়াসিম আকরাম

স্পোর্টস ডেস্ক: প্রস্তাবিত ভারত-পাকিস্তান সিরিজের সম্ভাবনা আর দেখা যাচ্ছে না। পাকিস্তান ক্রিকেট কর্তৃপক্ষও আশা ছেড়ে দিয়েছে। এই অবস্থায় ভারতে আগামী বছরের মার্চ-এপ্রিলে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করবে না তো পাকিস্তান! এমন শঙ্কা যখন জাগছে তখন পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম সাবধান করে দিচ্ছেন। তিনি বলছেন, কোনো কারণেই টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করা যাবে না। তাতে পাকিস্তানের বড় ক্ষতি হয়ে যাবে। "বুঝতে পারি পাকিস্তানের সাথে দ্বিজাতি ক্রিকেট খেলার ব্যাপারে সিদ্ধান্ত দিতে অনেক দেরী করছে ভারত। কিন্তু ওটা এখন না হলে শিগগিরই হবে।" করাচিতে একটি অনুষ্ঠানে ওয়াসিম বলেছেন, "তবে হ্যাঁ, আমার মতে খেলতে চায় কি না সে ব্যাপারে ভারতীয় বোর্ডের পরিস্কার জবাব দেয়া উচিৎ।" এরপরই টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের শঙ্কা নিয়ে কথা বলেছেন পাকিস্তানের সাবেক এই খেলোয়াড়। ওয়াসিমের ভাষায়, "বিশ্ব টি-টোয়েন্টি আইসিসির একটি ইভেন্ট। যে কোনো মূল্যে আমাদের সেখানে অংশ নেয়া উচিত। আমরা তা না করলে ভবিষ্যতের জন্য ক্ষতি হয়ে যাবে।" পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান জানিয়েছেন, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার জন্য সরকারের কাছ থেকে অনুমতি পেতে হবে তাদের। তবে ওয়াসিম মনে করেন, "বিশ্ব টি-টোয়েন্টিতে না খেলাটা কেবল আমাদের খেলোয়াড়দের ও আমাদের ক্রিকেটের ক্ষতির কারণ হবে। ভারত আমাদের সাথে খেলতে না চাইলে ঠিক আছে। তাদের সাথে না খেলেও টিকে থাকতে পারবো আমরা। কিন্তু আমরা খেলি আর না খেলি তাতে সন্ত্রাসের সমস্যাটা শেষ হয়ে যাবে না।"-কালের কণ্ঠ ১৩ই ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে