রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫, ০৮:১৭:৪৫

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট ঠিক হবে না : ওয়াসিম

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট ঠিক হবে না : ওয়াসিম

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন ধরেই ভারত-পাকিস্তানের মধ্যে কোনও ক্রিকেট সিরিজের আয়োজন নেই। আর এ কারণে দক্ষিণ এশিয়ার ক্রিকেটও হারিয়েছে অনেক উত্তেজনাকর মুহূর্ত। দুই দেশের সমর্থকরা এখন অনেকটাই হতাশ। সেই হতাশা কাটাতেই ডিসেম্বরের পাকিস্তান-ভারত সিরিজ নিয়ে বেশ তোড়জোড় হয়। তবে সিরিজ আয়োজনের সম্ভাবনা ক্ষীণ। পাকিস্তানের পক্ষ থেকে সিরিজ আয়োজনের চেষ্টা থাকলেও ভারত নিরাপত্তাসহ নানা অযুহাতে ও রাজনৈতিক কারণে সিরিজ আয়োজনে বা তাতে অংশগ্রহণে আগ্রহ দেখাচ্ছে না। আর এসব কারণে আগামী বছর ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে। তবে, এমন কঠিন সিদ্ধান্ত থেকে সরে আসতে পিসিবিকে উপদেশ দিয়েছেন ওয়াসিম। ওয়াসিম বলেন, আমি বুঝতে পারছি ভারত এ সিরিজটি নিয়ে একটু বেশিই সময় নষ্ট করছে। এটা যদি শিগগিরই আয়োজনের সম্ভাবনা নাও থাকে, আশা করছি পরবর্তীতে সিরিজটি আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত হবে। তবে, ভারতের বোর্ড থেকে একটি সুনির্দিষ্ট সংকেত জানানো উচিৎ। সিরিজটিকে একতরফা ভাবে ঝুলিয়ে রাখাটা ঠিক হচ্ছে না। পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট প্রসঙ্গে ওয়াসিম জানান, এটা ঠিক হবে না। কারণ বিশ্বকাপ আইসিসির একটি মেগা ইভেন্ট। এখানে সবারই যে কেনো মূল্যেই অংশ নেওয়া জরুরি। পিসিবিকে বলছি, আমরা যদি সেখানে অংশ না নেই, তবে সেটি আমাদের ক্রিকেটের জন্যই ক্ষতিকর। দেশের ক্রিকেটারদের জন্যও এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ওয়াসিম আরও যোগ করে বলেন, ভারত যদি আমাদের সাথে খেলতে না চায়, কোনো সমস্যা নেই। আমরাও তাদের বিপক্ষে খেলবো না। তাতে কিন্তু নিরাপত্তার অজুহাত আর সন্ত্রাসবাদ থেমে যাবে না। আমাদের খেলা না খেলায় তাতে কারো কিছু যায় আসে না। আমরা যদি খেলতাম, তাহলে দুই দেশের জন্যই তা উপকার হতো। ভারতের যদি কোনো ইস্যু নিয়ে সমস্যা থাকে, আমাদের সাথে বসুক, আলোচনা করুক, সমস্যা সমাধানের পথ বের করুক। ২০০৮ সালে মুম্বাই হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যকার কোন পূর্ণাঙ্গ সিরিজ খেলা হয়নি। ১৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে