রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫, ০৮:২৫:২৩

সেমিতে গুয়াংঝু এভারগ্রান্ডের বিরুদ্ধে লড়বে বার্সা

সেমিতে গুয়াংঝু এভারগ্রান্ডের বিরুদ্ধে লড়বে বার্সা

স্পোর্টস ডেস্ক: ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে চীনের গুয়াংঝু এভারগ্রান্ডের বিরুদ্ধে লড়বে মেসির বার্সেলোনা। রবিবার জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর ক্লাব আমেরিকাকে ২-১ গোলে হারিয়ে দলটি সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। একই স্টেডিয়ামে আগামী ১৭ ডিসেম্বর বার্সার মুখোমুখি দলটি। কোয়ার্টার ফাইনাল ম্যাচে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ক্লাব আমেরিকাকে এগিয়ে নেন মেক্সিকান স্ট্রাইকার ওরিব পেরাল্তা। ৮০ মিনিটের দিকে ম্যাচে সমতা ফিরান এভারগ্রান্ডের জেং লং। আর অতিরিক্ত সময়ে পাওলিনহোর গোলে শেষ চার নিশ্চিত করে এভারগ্রান্ডে। এদিকে লা লিগায় ঘরের মাঠে দেপোরতিভো লা করুনার সাথে ড্র করে মাঠ ছেড়েছে মেসির বার্সেলোনা। ম্যাচের ৩৯ মিনিটে মেসির অসাধারণ ফ্রি কিকে এগিয়ে যায় বার্সা। ৬২ মিনিটে ইভান রেকিটিচের গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। কিন্তু ৭৭ মিনিটে লুকাস পেরেজ মার্টিনেজ ও ৮৬ মিনিটে আলেজান্দ্রো গার্সিয়ার গোলে ম্যাচে সমতা নিয়ে মাঠ ছাড়ে দেপোরতিভো। ১৩ই ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে