রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫, ০৮:৩৫:৫৬

সিমন্সের ব্যাটিং তাণ্ডবে শক্ত অবস্থানে সাকিবের রংপুর

সিমন্সের ব্যাটিং তাণ্ডবে শক্ত অবস্থানে সাকিবের রংপুর

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচ বরিশাল বুলসের বিরুদ্ধে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে সাকিবের রংপুর রাইডার্স। রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করেতে নেমে রংপুর রাইডার্স নির্ধারীত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করেছে। রংপুর রাইডার্সের পক্ষে সর্বোচ্চ লেন্ডি সিমন্স ৫৭ বলে হার না মানা ৭৩ রান করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত বরিশাল বুলস মাঠে নামে নি। পয়েন্ট তালিকায় শীর্ষ দুইয়ে থাকার সুবাদে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলেছিল রংপুর রাইডার্স। তবে হেরে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে। দ্বিতীয় সুযোগ হিসাবে রংপুরের সামনে এবার অপ্রতিরোধ্য গতিতে আগানো বরিশাল বুলস। যারা এলিমিনেটর পর্বে ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে উঠে এসেছে ফাইনালের পথে। শেষ হাসি কে হাসবে? কারা খেলবে ১৫ ডিসেম্বর কুমিল্লার সঙ্গে ফাইনাল? লিগ পর্বের হিসাব ধরলে এগিয়ে আছে বরিশাল বুলসই। কারণ দুইবারের সাক্ষাতে দুইবারই রংপুরকে হারিয়েছে বরিশাল। গত ২৩ নভেম্বর বিপিএল উদ্বোধনীর পরের দিনেই মুখোমুখি হয়েছিল রংপুর-বরিশাল। যে ম্যাচে ১৫৫ রান করে করে রংপুরকে ১৩ রানে হারিয়েছিল বরিশাল বুলস। ঐ ম্যাচে ছিলেন না বরিশালের ক্রিস গেইল। আজও থাকছেন না। দ্বিতীয় সাক্ষাতে গত তিন ডিসেম্বর রংপুরকে বৃষ্টি আইনে ছয় উইকেট পরাজিত করে বরিশাল বুলস। আগে ব্যাট করতে নেমে নয় উইকেটে ১০৪ রান সংগ্রহ করেছিল রংপুর। বৃষ্টির কারণে বরিশালের টার্গেট ছোট হয়ে আসে ১৩ ওভারে ৭৫ রান। সে লক্ষ্য বরিশাল ছুঁয়ে ফেলে তিন ও চার উইকেট হাতে রেখে। ১৩ই ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে