রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫, ০৮:৫৮:৩৪

ক্রিকেটার শাহাদাতের যত বাজে রেকর্ড

ক্রিকেটার শাহাদাতের যত বাজে রেকর্ড

স্পোর্টস ডেস্ক: বর্তমানে বাংলাদেশ ক্রিকেটাঙ্গনে সমালোচিত নাম শাহাদাত হোসেন রাজিব। গৃহ পরিচারিকাকে অমানুষিক নির্যাতনের পর দেশ-বিদেশে তার বিরুদ্ধে ওঠে নিন্দার ঝড়। শিশু হ্যাপিকে নির্যাতন মামলার যতদিন শুরাহা হচ্ছে না, ততদিন শাহাদাতের ক্রিকেটে ফেরা হচ্ছে না। তাই শাহাদাতের হাতে এখন অফুরন্ত সময়। নিজের এই অখণ্ড অবসরে হয়তো তার নিশ্চয় মনে পড়ছে জাতীয় দলের হয়ে খেলার নানা স্মৃতি। অখণ্ড অবসরের এই দিনগুলোতে টিভিতে যদি অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি দেখে থাকেন, শাহাদাতের আরও একটি স্মৃতি মনে পড়ে যাবে। সেটিকে অবশ্য দুঃসহ স্মৃতি বলাই ভালো। হোবার্ট টেস্টে বেধড়ক মার খেয়েছেন জেরোম টেলর। ১৭ ওভারে ১০৮ রান দিয়ে উইকেটশূন্য। ২০০৫ সালে শাহাদাতও বোলিং রান দেওয়ার সেঞ্চুরি করে ফেলেছিলেন। সেটিও মাত্র ১২ ওভারে। টেস্ট ইতিহাসে সবচেয়ে বাজে ইকোনমি রেটের বোলিং এটাই। ওভারপ্রতি রান ৮.৪১! টেস্ট ইতিহাসেই কমপক্ষে ৬০টি বল করেছেন এমন বোলারদের মধ্যে ৮-এর ঘরের ইকোনমি রেট আছে আর মাত্র দুজনের। শাহাদাত অবশ্য বলতে পারেন, ‘এঁদের একজন কিন্তু অ্যালান ডোনাল্ডও!’ শাহাদাত আরও সান্ত্বনা পেতে পারেন এই তালিকায় তাঁর সঙ্গীদের নামগুলো দেখে। ওভারপ্রতি সবচেয়ে বেশি রান দেওয়ার এই তালিকায় শীর্ষ দশে ডোনাল্ড ছাড়াও আছেন ইমরান তাহির, ল্যান্স ক্লুজনার ও হিথ স্ট্রিকের মতো বোলাররা। আছেন শাহাদাতের সাবেক সতীর্থ মোহাম্মদ শরীফও। শরীফ ২০০১ সালের সেপ্টেম্বরে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে রান দিয়েছিলেন ওভারপ্রতি ৭.০৫। ১৭ ওভার বল করে তাঁর খরচ ছিল ১২০ রান। ১০০ রান দিয়েও উইকেটশূন্য এমন ইনিংসগুলোর সবচেয়ে বাজে ইকোনমি রেটের তালিকায় প্রথম পাঁচজনের তিনজনই বাংলাদেশের। শাহাদাত-শরীফের সঙ্গে আছেন প্রায় ভুলে যাওয়া একটি নাম-আনোয়ার হোসেন মনির। মনিরের ‘কীর্তি’টিও ওই ইংল্যান্ড সফরেই। টেস্টে ১০০ রান দিয়েও উইকেটশূন্য থাকার ঘটনা ৪০০ বার ঘটেছে। এই ‘নির্মমতা’র শিকার হয়েছেন ২৮৩ জন বোলার। তবে এতো কিছুর পরে শাহাদাতের বেশ কিছু নজরকাড়া পারফর্মেন্সও রয়েছে। ২০১০ সালে ভারতের বিপক্ষে টেস্টে বাংলাদেশকে ‘অর্ডিনারি’ বলা বীরেন্দর শেবাগকে বোল্ড করার পর সেই বুনো উল্লাসও তো ভুলে যাওয়ার মতো নয়। কিংবা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ঝোড়ো বোলিং? শাহাদাত সেদিন প্রায় একাই গুঁড়িয়ে দিয়েছিলেন প্রোটিয়াদের। প্রথম ইনিংসে ১৯২ রানে অলআউট হয়েও বাংলাদেশ পেয়েছিল ২২ রানের লিড। ওয়ানডে ক্রিকেটে দেশের হয়ে প্রথম হ্যাটট্রিক-কীর্তি তাঁরই। ১৩ই ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে