রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫, ০৯:১২:৩৬

বিপিএলের নতুন রোমাঞ্চ, এক ওভারে ৪ উইকেট

বিপিএলের নতুন রোমাঞ্চ, এক ওভারে ৪ উইকেট

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কোয়ালিফায়ার ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি বরিশাল বুলস ও রংপুর রাইডার্স। জিতলেই ফাইনাল আর হারলে ছিটকে পড়া। তাই উভয় দলের কাছেই কঠিন সমীকরণ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে রংপুরের লেন্ডল সিমন্স একাই করলেন ৭৩। আর বাকি ব্যাটসম্যান মিলে ৮৭। প্রথমে ব্যাট করে রংপুর রাইডার্সের ইনিংসটা আরও বড় হতে পারলো না ঠিক এই কারণেই। নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে দলটা করে মোট ১৬০ রান। তবে, এই সব কিছুকে যেন ছাপিয়ে গেল শেষ ওভারের রোমাঞ্চ। তাতে পতন ঘটলো মোট চার উইকেটের। এর মধ্যে দুটি আবার রান আউট। তবে, এর মধ্যেও ১৩ রান তুলে ফেললো রংপুর রাইডার্সের ব্যাটসম্যানরা। শেষ ওভারে যারা আউট হয়েছেন তারা হলেন, মোহাম্মদ নবী (৮), ড্যারেন সামি (২৩), মোহাম্মদ মিথুন ১ (রান আউট) এবং সাকলাইন সজীব ১ রান আউট। টসে জিতে ব্যাটিংয়ে নেমেছিল রংপুর রাইডার্স। তাতে, ব্যাটিংয়ে সবচেয়ে ‘বড় কাজ’টা করে দিয়ে গেছেন ওয়েস্ট ইন্ডিজের ওই ওপেনার লেন্ডল সিমন্সই। ৫৭ বলে ৭৩ রানের ইনিংস খেলেন তিনি। ইনিংসে নয়টি চার ছাড়াও ছিল দুই ছক্কা। ওপেনিং পজিশনটা নিয়ে একটু ‘জুয়া’ খেলেছিল রংপুর। কোয়ালিফায়ারের মত গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমবারের মত মাঠে নামিয়ে দেয়া হল কুমিল্লার ছেলে রাসেল আল মামুনকে। ২৩ বল ক্রিজে থেকে এক চার ও এক ছক্কার সৌজন্যে তিনি করেন ২০ রান। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি ২৩ ও অধিনায়ক সাকিব আল হাসান ১৩ রান করেন। রংপুরের হয়ে ওয়েস্ট ইন্ডিজের কেভন কুপার চার ওভার বল করে ৩৯ রান দিয়ে নিয়েছেন চার উইকেট। ১৩ই ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে