রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫, ১০:০৮:৩৪

নিষিদ্ধ হলেন ওয়েস্ট ইন্ডিজের সেই মারকুটে অলরাউন্ডার

নিষিদ্ধ হলেন ওয়েস্ট ইন্ডিজের সেই মারকুটে অলরাউন্ডার

স্পোর্টস ডেস্ক: এমনিতেই ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের বর্তমান অবস্থা তেমন একটা ভালো নয়। দলের সিনিয়র খেলোয়াড়রা জাতীয় দল ছেড়ে বিভিন্ন দেশে আয়োজিত টি-২০ লিগগুলো খেলে বেড়াচ্ছেন। যে কয়জন ভাল ক্রিকেটার রয়েছে তার মধ্যে মারকুটে অলরাউন্ডার মারলন স্যামুয়েলস অন্যতম। তবে তিনি আবারও অবৈধ এ্যাকশনের দায়ে নিষিদ্ধ হয়েছেন। তার নিষেধাজ্ঞার মেয়াদ এবার ১ বছর। মূলত বোলিং করার সময় কনুঁই ১৫ ডিগ্রির বেশি বেঁকে যাওয়ার কারণেই তিনি তার ক্যারিয়ারে তৃতীয়বারের মতো এ শাস্তির মুখোমুখি হলেন। স্যামুয়েলসের বোলিং অ্যাকশনের ত্রুটি এবার শ্রীরঙ্কা সফরকালে নজরে আসে। শ্রীংলকা সিরিজের প্রথম টেস্টে (১৪-১৭ অক্টোবর) একমাত্র ইনিংসে ২৭ ওভার বল করে ১ উইকেট নিয়েছিলেন তিনি। আর ওই ম্যাচেই ম্যাচ অফিসিয়ালরা তার বোরিং এ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেন। পরবর্তীতে এ মাসের শুরুতে ৩৪ বছর বয়সী এ অফ স্পিনার অস্ট্রেলিয়ার ব্রিসবেনে আইসিসি অনুমোদিত একটি পরীক্ষাগারে বোলিং অ্যাকশন পরীক্ষ দিয়ে উতরাতে ব্যর্থ হন তিনি। ফলে আগামী এক বছর তিনি আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বল করতে পারবেন না। যদিও এ সিদ্ধান্তের বিপক্ষে আপিল করার সুযোগ রয়েছে তার সামনে। উল্লেখ্য, স্যামুয়েলস এর আগে প্রথমবার ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টে এবং দ্বিতীয়বার ২০১৩ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে মুম্বাই টেস্টে নিষিদ্ধ হন। ১৩ই ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে