রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫, ১০:২৮:১৩

সাব্বিরের ব্যাটিং ঝড়ে ফাইনালে বরিশাল

সাব্বিরের ব্যাটিং ঝড়ে ফাইনালে বরিশাল

স্পোর্টৃস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের ফাইনাল নিশ্চিত করেছে গেইল বিহীন বরিশাল। রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাব্বির রহমানের ব্যাটে ভর করে ৫ উইকেটের বিশাল ব্যবধানে সাকিবের রংপুর রাইডার্সৃকে পরাজিত করে। সাব্বির রহমান বরিশালের পক্ষে সর্বোচ্চ ৭টি চার ও ৩টি বিশাল ছক্কা হাকিয়ে ৪৯ বলে ৭৯ রান করেন। রংপুরের দেয়া ১৬১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই দুটি উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে বরিশাল। তবে সাব্বির রহমান ও শাহরিয়ার নাফিজের হারনামা ১২২ রানের জুটি বরিশালের জয়ের ভীত তৈরি করে দেয়। শাহরিয়ার নাফিজ রান আউট হওয়ার আগে ৬টি চারের সাহায্যে ৪০ বলে দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেন। রংপুর রাইডার্সের পক্ষে অধিনায়ক সাকিব আল হাসান, আরাফাত সানি, মোহাম্মদ নবি এবং তিসারা পেররা ১টি করে উইকেট শিকার করেন। এর আগে, টসে জিতে ব্যাট করেতে নেমে রংপুর রাইডার্স নির্ধারীত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করেছে। রংপুর রাইডার্সের পক্ষে সর্বোচ্চ লেন্ডি সিমন্স ৫৭ বলে হার না মানা ৭৩ রান করেন। এ জয়ের ফলে আগামী ১৫ ডিসেম্বর বরিশাল বুলস মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোকাবেলা করবে। ১৩ই ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে