রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫, ১০:৫১:৫৪

ইউরোতে সহজ গ্রুপে জার্মানি-স্পেন, কঠিনে ইতালি

ইউরোতে সহজ গ্রুপে জার্মানি-স্পেন, কঠিনে ইতালি

স্পোর্টস ডেস্ক: শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউরো চ্যাম্পিয়ন্সশিপের ড্র অনুষ্ঠিত হয়েছে। ৬ গ্রুপে বিভক্ত ২৪ দলের এ লড়াইয়ে এবার অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়েছে টানা দুইবারের স্পেন ও গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। গ্রুপ ‘ডি’ তে স্পেনের সঙ্গী এবার চেক প্রজাতন্ত্র, তুরষ্ক ও ক্রোয়েশিয়া। হ্যাটট্রিকের স্বপ্নে বিভোর স্পেনের সামনে যে গ্রুপ পর্বে তুরস্ক ছাড়া তেমন শক্তিশালী দল নেই! অন্যদিকে গ্রুপ ‘সি’ তে জার্মানির সঙ্গী ইউক্রেন, পোল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড। বিশ্ব চ্যাম্পিয়নদের গ্রপে কঠিন প্রতিপক্ষ কেবল রবার্ট লেভানডস্কির পোল্যান্ড। অন্যদিকে গত বিশ্বকাপের পর এবার ইউরোতেও কঠিন গ্রুপে পড়েছে ইতালি। গতবারের রানার্স আপরা ‘ই’ গ্রুপে মোকাবিলা করবে বেলজিয়াম, আয়ারল্যান্ড ও সুইডেনকে। এর মধ্যে বেলজিয়াম র্যাং কিংয়ে বিশ্ব ফুটবলের এক নম্বর দল। ইউরোর বাছাইপর্বে দলটি তেমন ভাল না করলেও গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্টদের দলে রয়েছে কোরটোয়িস, ভিনসেন্ট কোম্পানি, ইডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকুদের মত তারকা। এছাড়া সুইডেনের রয়েছে ইব্রাহিমোভিচের মত তারকা, ইউরোর বাছাইপর্বে ৩৪ বছর বয়সী পিএসসি তারকা করেছেন ১১ গোল। এদিকে এছাড়া গ্রুপ ‘এ’ তে ফ্রান্স, আলবেনিয়া, রোমানিয়া, সুইজারল্যান্ড; গ্রুপ ‘বি’ তে ইংল্যান্ড, রাশিয়া, ওয়েলস, স্লোভাকিয়া, এবং ‘এফ’ গ্রুপে পর্তুগাল, আইসল্যান্ড, অস্ট্রিয়া, হাঙ্গেরি প্রতিদ্বন্দ্বিতা করবে। ১৩ই ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে