রবিবার, ২৪ মার্চ, ২০১৯, ১২:৫৬:০৮

আইপিএলে নতুন রেকর্ড গড়লেন সুরেশ রায়না

আইপিএলে নতুন রেকর্ড গড়লেন সুরেশ রায়না

স্পোর্টস ডেস্ক:ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নতুন রেকর্ডের অংশিদার হয়েছেন ভারতের তারকা ব্যাটসম্যান সুরেশ রায়না। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ব্যাট করতে নেমে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

চেন্নাই সুপার কিংসের এই তারকা ক্রিকেটার ১৭৭ ম্যাচ খেলে এক সেঞ্চুরি এবং ৩৫টি ফিফটির সাহায্যে সর্বোচ্চ ৫ হাজার ৪ রান করেন।

আইপিএলের ১২তম আসরের উদ্বোধনী ম্যাচে শনিবার বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২১ বলে তিনটি চারের সাহায্যে ১৯ রান করে আউট হন সুরেশ রায়না। এই রান করার মধ্য দিয়ে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন চেন্নাই সুপার কিংসের ওপেনার সুরেশ রায়না।

শনিবার ব্যাটিংয়ে নামার আগে রায়নার সংগ্রহ ছিল ১৭৬ ম্যাচে ৪ হাজার ৯৮৫ রান। পাঁচ হাজার রানের জন্য অপেক্ষা ছিল মাত্র ১৫ রানের। এদিন ১৯ রান করার পথে মাইলফলক স্পর্শ করেন রায়না।
১৬৪ ম্যাচ খেলে ৪ হাজার ৯৫৪ রান নিয়ে দ্বিতীয় পজিশনে আছেন বিরাট কোহলি।

শনিবার ইমরান তাহির এবং হরভজন সিংহের স্পিনে বিভ্রান্ত হয়ে ৭০ রানে অলআউট রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের ১২তম আসরের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৭০ রানে অলআউট বেঙ্গালুরু।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে