সোমবার, ২৫ মার্চ, ২০১৯, ০৯:৩০:৫৩

ক্রিকেটার রুবেলকে চিকিৎসার জন্য যে বিশাল টাকা দিল নাফিসার কুমিল্লা ভিক্টোরিয়ান্স

ক্রিকেটার রুবেলকে চিকিৎসার জন্য যে বিশাল টাকা দিল নাফিসার কুমিল্লা ভিক্টোরিয়ান্স

স্পোর্টস ডেস্ক : ব্রেন টিউমারে আক্রান্ত মোশাররফ হোসেন রুবেলের অসুস্থতার খবর চারদিকে ছড়িয়ে পড়লে অনেকেই এগিয়ে এসেছেন সহযোগিতার জন্য। এবার সেই তালিকায় যোগ হয়েছে বিপিএলে তার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের কর্ণধার নাফিসা কামাল এবং তার বাবা আ হ ম মোস্তফা কামাল। ব্যক্তিগতভাবে তারা যোগাযোগ করেছেন রুবেলের সঙ্গে।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সফল ভাবেই রুবেলের ব্রেইন টিউমারের অপারেশন সম্পন্ন হয়েছে। অপারেশনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও বর্তমানে বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী ক্রিকেট অন্তঃপ্রাণ আ হ ম মোস্তফা কামাল। তিনি জাতীয় দলের এই স্পিনারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। সেখানে রুবেলের চিকিৎসার খরচ হিসেবে বিশাল অঙ্কের নগদ টাকাও দেয়া হয়েছে কুমিল্লার পক্ষ থেকে।

ঠিক কত টাকা দেয়া হয়েছে তা সঠিক জানা না গেলেও, পাঁচ থেকে সাত লাখ টাকার ব্যাপারে জানা গিয়েছে।

মোশাররফ রুবেলের চিকিৎসার ব্যাপারে মুঠোফোন আলাপে নাফিসা কামাল বলেন, ‘আমি বর্তমানে ব্যাংককে। মোশাররফ রুবেল আমাদের দলের খেলোয়াড় এবং খুবই ভালো একজন মানুষ। আমরা সার্বক্ষণিক তার ব্যাপারে খোঁজখবর রাখছি। তার স্ত্রীর সঙ্গে আমার নিয়মিতই কথা হচ্ছে। যেকোনো প্রয়োজনে আমরা তার পাশে আছি।’

ব্রেইন টিউমারে আক্রান্ত বাংলাদেশি ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের মস্তিষ্কে অস্ত্রোপচার হলেও এখনও ঝুঁকি কাটার বিষয়টি নিশ্চিত নয়। নিশ্চিত হতে হলে যে বায়োপসি প্রতিবেদন প্রয়োজন, সেটি হাতে পাওয়া যাবে শীঘ্রই।

গত মঙ্গলবার (১৯ মার্চ) সিঙ্গাপুরে বিখ্যাত নিউরো সার্জন এলভিন হংয়ের অধীনে রুবেলের অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর বর্তমানে সুস্থ আছেন রুবেল। এমনকি স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারছেন। তবে তিনি কতটা ঝুঁকিমুক্ত তা জানা যাবে বায়োপসি রিপোর্টের পর।

ব্রেইন টিউমারে আক্রান্ত হলে ক্যান্সারের ঝুঁকি থাকে অনেকাংশে। রুবেলের ক্যান্সারের ঝুঁকি আছে কি না সেটিই জানাবে বায়োপসি রিপোর্ট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে