সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫, ০২:৩৩:৪৮

সামির কামব্যাকও বাঁচাতে পারলো না দলকে

সামির কামব্যাকও বাঁচাতে পারলো না দলকে

স্পোর্টস ডেস্ক : নয় মাস পর মোহাম্মদ সামির কামব্যাকও বাঁচাতে পারলো না বাংলাকে। বিজয় হাজারেতে সুরেশ রায়নাদের কাছে চার উইকেটে হেরে গেলেন মনোজরা। ব্যাটে হাতে বিশ রান করার পাশাপাশি দুটি উইকেটও নেন সামি। ভারতের বিজয় হাজারে ট্রফিতে ফের হার বাংলার। নয় মাস পর চোট কাটিয়ে ফিরেও বাংলার হাল ফেরাতে পারলেন না মোহাম্মদ সামি। হিমাচলের পর এবার উত্তরপ্রদেশের কাছে হারলেন মনোজ তেওয়ারিরা। বাংলাকে চার উইকেটে হারিয়ে দিলো সুরোশ রায়নার দল। এদিন জাভেদ ও পীযূষ চাওলার দাপটে প্রথম ব্যাট করে ২২১ রানে গুটিয়ে যায় বাংলা। বাংলার পক্ষে একমাত্র সুদীপ চ্যাটার্জি বড় রান পেয়েছেন। ৯৭ রান করেন বাংলার এই বাঁহাতি ব্যাটসম্যান। লক্ষ্মীরতন শুক্লা করেছেন বত্রিশ রান। উত্তরপ্রদেশের জাভেদ চারটি ও পীযূষ চাওলা তিনটি উইকেট পেয়েছেন। জবাবে উমঙ্গ শর্মার দুরন্ত তিয়াত্তর রানের ইনিংস উত্তরপ্রদেশের জয়ের পথ সহজ করে দেয়। তাকে যোগ্য সঙ্গত করেন প্রশান্ত গুপ্তা ও একলব্য দ্বিবেদী। প্রশান্ত সাতচল্লিশ ও একলব্য পঁয়তাল্লিশ রান করেন। উত্তরপ্রদেশ ৪৬.৪ ওভার খেলে ছয় উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়। চোট কাটিয়ে ফিরলেও এদিন স্বমহিমায় ছিলেন মোহাম্মদ সামি। ব্যাটে হাতে ২০ রান করার পাশাপাশি দুটি উইকেটও নেন সামি। ১৪ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে